রবিবার, ১৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

স্বরাষ্ট্রমন্ত্রীকে পরামর্শ দিলেন কাদের মির্জা

নোয়াখালী প্রতিনিধি

স্বরাষ্ট্রমন্ত্রীকে পরামর্শ দিলেন আলোচিত বসুরহাট পৌর মেয়র কাদের মির্জা। তিনি গতকাল বলেছেন, আপনি ভালো মানুষ। আমার এলাকার অপরাজনীতির হোতাদের যে তাণ্ডব। সে তাণ্ডবের বিরুদ্ধে আপনার কাছে দরখাস্ত দিয়ে ছিলাম। আপনি আমার সঙ্গে মোবাইলে ওয়াদা করেছেন অচিরেই তদন্ত করে বিচার করা হবে। কিন্তু ছয় মাস পেরিয়ে গেছে, এটার বিচার পাইনি আমি। যার কারণে আজকে এখানে তাণ্ডব চলছে। প্রধানমন্ত্রীকে বলে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে অব্যাহতি নিয়ে বায়তুল মোকাররম মসজিদের ইমামতি করেন। আপনার স্বরাষ্ট্রমন্ত্রী থাকার যোগ্যতা নেই। যোগ্যতা যদি থাকত ব্রাহ্মণবাড়িয়ায় এমন ঘটনা ঘটত না। কুমিল্লায় এবং সিলেটে এমন ঘটনা ঘটত না। আজকে বেগমগঞ্জে এমন ঘটনা ঘটত না। মেয়র কাদের মির্জা গতকাল বেগমগঞ্জের এমপি কিরণ, ফয়সল, মেয়র খালেদ সাইফুল্লাহ ও শাহনাজসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ তোলেন।

তিনি বলেন, আপনাদের চারজনের নেতৃত্বের কোনো যোগ্যতা নেই। যদি থাকত চৌমুহনীতে এ জাতীয় তা ব ঘটত না। আপনারা চারজন নেতৃত্বে থেকে বিদায় নেন। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লায় কোরআন অবমাননার জের ধরে উদ্ভূত পরিসিস্থিতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। তিনি আরও বলেন, আজকে হেফাজতকে প্রশ্রয় দিয়েছে আওয়ামী লীগের তথাকথিত কিছু নেতা। আজকে মিছিলে তা প্রমাণিত হয়েছে। আজকে বিএনপি-জামায়াত ও হেফাজত যে ষড়যন্ত্র শেখ হাসিনার বিরুদ্ধে শুরু করেছে এটাকে প্রতিহত করার জন্য বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের, যারা ত্যাগী নেতা, যারা দুঃসময়ের নেতা, তাদের এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি।

সর্বশেষ খবর