রবিবার, ১৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

মেহেরপুরে মনোনয়ন পরিবর্তনের দাবি

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুর মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে যতারপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ হয়। জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু। বক্তরা বলেন, প্রথমে আমাম হোসেন মিলুকে মনোনয়ন দেওয়া হয়েছিল। পরবর্তীতে জেলার কিছু নেতা নেত্রীকে ভুল বুঝিয়ে মনোনয়ন পরিবর্তন করেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রতিমন্ত্রীর আস্থাভাজন হওয়ায় আমার ওপর স্থানীয়দের প্রতিহিংসা থেকে এই কাজ করেছে।

একটা সময় ছিল এখানকার নেতা-কর্মীরা পরিচয় দিতে পারতেন না। ভয়ে নির্বাচনে কেউ অংশ নিতে চাইতেন না। কিন্তু আমি বিএনপি-জামায়াত জোটের সময় নৌকা নিয়ে লড়েছি। আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করেছি। তারপর দুবার দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হয়েছি। আমি আওয়ামী লীগ-বিএনপি-জামায়াত কোনো ভেদাভেদ রাখিনি। যার যেমন সম্মান তাকে সেই জাগাতে রেখেছি। আমি চোরকে চোরের জায়গায় সন্ত্রাসীকে সন্ত্রাসীর জাগায় রেখেছি। তাই ইউনিয়নের সবাই শান্তিতে বসবাস করছে। এক সময় ষড়যন্ত্র ছিল বিরোধী দলের এখন ষড়যন্ত্র নিজের দলে। এই নিজের দলের ষড়যন্ত্রকে রুখতে হবে। দলের মনোনয়ন পরিবর্তন হতে পারে এতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু এমন একজন ব্যক্তিকে নমিনেশন দিয়েছে যার প্রত্যেকটা সময় অনাচার মিথ্যাচারে ভরপুর। তাই জনগণ এ সিদ্ধান্ত মেনে নিচ্ছে না। একদিকে কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্ত আরেক দিকে আমার জনগণের সিদ্ধান্ত। মাননীয় প্রধানমন্ত্রী মহাজনপুর ইউনিয়নের নেতা-কর্মীর দিকে তাকিয়ে একটিবার আমাকে নৌকা ভিক্ষা দেন। উল্লেখ্য, গত ৯ অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী মনোনীত প্রার্থীদের তালিকায় মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মো. আমাম হোসেন মিলুর নাম প্রকাশ করা হয়। পরের দিন ১০ অক্টোবর সংশোধিত তালিকায় মো. রেজাউর রহমান নান্নুর নাম চূড়ান্ত করা হয়।

সর্বশেষ খবর