সোমবার, ১৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ভেজাল সার রাখায় লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা সদর উপজেলার দত্তাইল গ্রাম থেকে ৭৩ বস্তা ভেজাল টিএসপি সার জব্দ করা হয়েছে। গোপন সংবাদে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে এগুলো জব্দ করা হয়। এ সময় ভেজাল সার মজুদ করার অপরাধে নয়ন আহমেদ নামের এক দোকানিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে এ অভিযান চালানো হয়।

দন্ডপ্রাপ্ত নয়ন আহমেদ দত্তাইল গ্রামের রবিউল ইসলামের ছেলে। তিনি বাজারের নয়ন ট্রেডার্সের মালিক। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, গোপন সূত্রে দত্তাইল বাজারের নয়ন ট্রেডার্সে অভিযান চালিয়ে ৭৩ বস্তা ভেজাল সার জব্দ হয়। এ সময় ভেজাল সার মজুদকারীকে ১ লাখ টাকা জরিমানা এবং তার সার বিক্রির লাইসেন্স জব্দ করা হয়েছে।

সর্বশেষ খবর