সোমবার, ১৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

টাঙ্গাইলে যানজটে সীমাহীন ভোগান্তি

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে যানজটে সীমাহীন ভোগান্তি

টাঙ্গাইল-জামালপুর মহাসড়কে অবস্থিত ধনবাড়ী বাসস্ট্যান্ড। ধনবাড়ীসহ পার্শ্ববর্তী কয়েকটি উপজেলার বিভিন্ন এলাকার লোকজন চলাচল করেন। জনগণের সুবিধার্থে রাস্তাটি সম্প্রতি চার লেন করা হয়। এর মধ্যে দুই লেন থাকে অটোরিকশা-সিএনজি, ভ্যান ও যাত্রীবাহী বাসের দখলে। আধুনিক এ উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোয় কোনো ট্রাফিক পুলিশ ব্যবস্থা না থাকায় পোহাতে হচ্ছে নিদারুণ ভোগান্তি, ঘটছে দুর্ঘটনা।  জনসাধারণ বলছেন, ‘এ ভোগান্তি ও দুর্ঘটনা এড়াতে শিগগিরই ট্রাফিক পুলিশ ব্যবস্থা ও বাসস্ট্যান্ড এলাকায় ওভারব্রিজ নির্মাণ করার। এদিকে ধনবাড়ী চৌরাস্তা থেকে বাসস্ট্যান্ডের দুই মিনিটের রাস্তা। রাস্তার দুই পাশে অটোরিকশা, সিএনজি ও ভ্যান রাখায় অর্ধ ঘণ্টাতেও পৌঁছানো যাচ্ছে না বাসস্ট্যান্ড এলাকায়। এতে শিক্ষার্থী, কর্মীজীবী ও জরুরি সেবার গাড়িগুলো প্রতিনিয়তই ভোগান্তির শিকার হচ্ছে। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, পৌর কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসনের উদাসিনতায় এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। তবে পৌর কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন বলছে বিষয়টি শিগগিরই সমাধান করা হবে। সরেজমিন গিয়ে দেখা যায়, ধনবাড়ী বাসস্ট্যান্ডটি চার লেন রাস্তায়। রাস্তার দুই পাশে অবাধে অটোরিকশা-সিএনজি, ভ্যান ও বাস রেখে দুই ল্যান্ড দখল করে রেখেছে। পায়ে হেঁটেও রাস্তা পারাপার হওয়া দায়। শিক্ষার্থী ও কর্মীজীবীরা রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছেন। ধনবাড়ীর চৌরাস্তা থেকে বাসস্ট্যান্ডের রাস্তায় মোড়ে মোড়ে রাস্তার দুই পাশে অটোরিকশা-সিএনজি ও ভ্যান রাখার কারণে প্রতিনিয়তই দীর্ঘ সময়ের যানজটের সৃষ্টি হচ্ছে। রাস্তার ফুটপাথগুলো দুই পাশের ব্যবসায়ীরা দখল করে ব্যবসা পরিচালনা করে আসছে। ফুটপাথ দিয়ে কোনোভাবেই হাঁটা-চলা সম্ভব নয়। ফুটপাথ দিয়ে চলাচলেও জনসাধাণের ভোগান্তি পোহাতে হচ্ছে। ফুটপাথেই কথা হয় এক চলাচলকারী আবদুর রহিম মিয়ার সঙ্গে বলেন ধনবাড়ী চৌরাস্তা বাসস্ট্যান্ডের দুই মিনিটের রাস্তা যেতে সময় লাগে প্রায় অর্ধ ঘণ্টা। ধনবাড়ী চৌরাস্তার সামনে সিহাব ও আশরাফ ট্রেডার্স নামের দুই সবজির আড়ত। এখানে প্রতিদিন সকালে উপজেলার বিভিন্ন জায়গা থেকে কৃষকরা তাদের উৎপাদিত শাক-সবজি আড়তে বিক্রি করতে নিয়ে আসে অটোরিকশা-সিএনজি ও ভ্যানে করে। অটোরিকশা-সিএনজি ও ভ্যানগুলো রাস্তার দুই পাশে রেখে তারা বেচা-বিক্রি করেন। এ সময় যদি বিপরীত দিক থেকে কোনো বাস-ট্রাক আসে তখনই সৃষ্টি হয় যানজটের। চৌরাস্তা রোডে যাতায়াতকারী আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজের শিক্ষার্থী বর্ণা আক্তার জানান, বাসস্ট্যান্ড পাড়ি দিয়ে যেতে হয় আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে।

 জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হয়ে যেতে হয় আমাদের শিক্ষাপ্রতিষ্ঠানে। এ ছাড়াও রাস্তার ওপারে রয়েছে নওয়াব ইনটিস্টিটিউশন, সাকিনা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়, নওয়ার প্রাথমিক বিদ্যালয়, মুকুল ক্যাডেটসহ আরও বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। এ রোডের দুই পাশে অটোরিকশা-সিএনজি ও ভ্যান রাখাসহ সবজির আড়তের কারণে সকাল থেকেই বেলা ১১টা পর্যন্ত তীব্র যানজট থাকে। মাঝে মাঝে পায়ে হেঁটেও যাওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে। ফুটপাথগুলো ব্যবসায়ীদের দখলের জন্য ব্যবহার করা যাচ্ছে না। আমরা সময় মতো স্কুল-কলেজে যেতে পারি না। এই যানজট নিরসনে এ দুই আড়ত সরিয়ে অন্য কোথায় নিয়ে গেলে কিছুটা যানজট কমবে। এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করি।  ধনবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থী মাহফুজুর রহমান ও তানিয়া আক্তার জানান, বাসস্ট্যান্ডে তীব্র যানযটের কারণে সময় মতো শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পানি না। এ উপজেলাটি আধুনিক উপজেলা হলেও নেই কোনো ট্রাফিক পুলিশ ব্যবস্থা। যানজট নিরসনে ট্রাফিক পুলিশ ব্যবস্থাসহ ওভারব্রিজ নির্মাণ করলে চলাচলে সুবিধা হবে। পথচারী আবদুল করিম, সোলাইমান কবির, আহসান হাবিব জানান, বাসস্ট্যান্ড এলাকায় বড় বড় গাড়িগুলো যেভাবে তেড়ে আসে, তাতে রাস্তা পার হতে অনেক ভয় লাগে। এ এলাকায়  আইনি কোনো নিয়মকানুন না থাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হচ্ছে। পুরো বাসস্ট্যান্ডটি আটোরিকশা, সিএনজি, ভ্যান ও যাত্রীবাহী বাসের দখলে। এ ব্যাপারে কেউ কোনো সময় কিছুই বলে না। কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি বাসস্ট্যান্ড এলাকাটি চলাচলের উপযোগী করা হোক। এ ব্যাপারে আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক তাপস চন্দ্র দাস বলেন, এ যানজটের কারণে নির্দিষ্ট সময়ে কলেজে যেতে পারি না। এ ছোট রাস্তায় বড় ধরনের যানযট সব সময় লেগেই থাকে। ধনবাড়ী থানার ওসি মো. চান মিয়া জানান, চৌরাস্তায় অটোরিকশা সিএনজি ও ভ্যানচালকরা গাড়ি রাখার জন্য এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। যানযট নিরসনে বিষয়টি দেখা হচ্ছে।  ধনবাড়ী পৌরসভার মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকুল বলেন, ‘শিগগিরই যানজট নিরসনে ব্যবস্থা নেওয়া হচ্ছে। জনসাধারণ যেন ভোগান্তির শিকার না হন এবং রাস্তায় গাড়ি না রাখার জন্য বলা হচ্ছে। ফুটপাথগুলো চলাচলের উপযোগী করা হবে।

সর্বশেষ খবর