মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

শেখ রাসেল দিবসে সারা দেশে নানা আয়োজন

প্রতিদিন ডেস্ক

শেখ রাসেল দিবসে সারা দেশে নানা আয়োজন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ছিল গতকাল। প্রথমবারের মতো জাতীয়ভাবে এবার পালিত হয়েছে দিবসটি। এ উপলক্ষে সারা দেশে নানা কর্মসূচির আয়োজন করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সংস্কৃতিক সংগঠন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর- বরিশাল : সদর রোডে দলীয় কার্যালয় চত্বরে রাখা বঙ্গবন্ধু ও শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দেন জেলা ও মহানগর আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।  গোপালগঞ্জ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল, শেখ রাসেল হলে কবুতর অবমুক্ত, কেক কাটা, বৃক্ষরোপণ, শেখ রাসেলের জীবনী প্রদর্শনী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুমিল্লা : কুবি উপাচার্য প্রফেসর এমরান কবির চৌধুরীর নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে জাতির জনকের প্রতিকৃতির সামনে এসে শেষ হয়। এরপর কেক কাটেন উপাচার্য। এদিকে ভিক্টোরিয়া সরকারি কলেজে শেখ রাসেল দিবস উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বাগেরহাট : জেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক  আজিজুর রহমান। এরপর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। চাঁদপুর : চাঁদপুর স্টেডিয়ামে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে কলেজের শেখ রাসেল ডিজিটাল ল্যাবে আয়োজন করা হয় স্মরণ সভা ও দোয়া মাহফিল। শরীয়তপুর : জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। টাঙ্গাইল : শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা প্রশাসন, পুলিশ, জেলা পরিষদ ও টাঙ্গাইল পৌরসভাসহ বিভিন্ন দফতরের পক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। লক্ষ্মীপুর : শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে ‘প্রিয় শেখ রাসেল’ শীর্ষক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রতিযোগিতার আয়োজন করে জেলা প্রশাসন। আওয়ামী লীগের আয়োজনে কেক কাটা, আলোচনা সভা ও র‌্যালিতে অংশ নেন শাহজাহান কামাল এমপি, জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিঙ্কু ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি। এ ছাড়া দিবসটি উপলক্ষে আঞ্চলিক সড়কের পাশে তিন শতাধিক তালের চারা রোপণ করে আমরা কজন মুজিব সেনা সংগঠন।

সর্বশেষ খবর