মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

গলা কেটে হত্যা

নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাড়ি থেকে ডেকে নিয়ে গলা কেটে সুজন ফকির নামে এক অটোচালককে হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী দুজনকে আটক করেছে র‌্যাব-১১। তারা হলেন মো. আবদুল মজিদ ও মো. মজজেম হোসেন। ঘটনার ৩৬ ঘণ্টার মধ্যে নাটোরের বাগাতিপাড়া থেকে গ্রেফতার করা হয়। গতকাল দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব ১১-এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা। উল্লেখ্য, গত ১৬ অক্টোবর সকালে ফতুল্লা থানাধীন নয়াবাজার এলাকায় হত্যাকান্ডটি সংঘটিত হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সজীব ফকির নামে এক ব্যক্তি গলা কাটা ও রক্তাক্ত লাশটি তার বাবা সুজন ফকির বলে শনাক্ত করেন। ওই ঘটনার অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে নিহতের ছেলে বাদী হয়ে ফতুল্লা থানায় হত্যা মামলা করেন।

হত্যাকান্ডের একটি সিসিটিভি ফুটেজ এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। গতকাল র‌্যাব সদস্যরা নাটোরের বাগাতিপাড়ায় যৌথ অভিযান চালিয়ে সজীব ফকির হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী নাটোরের বাগাতিপাড়ার আফাজের ছেলে আবদুল মজিদ (৩৭) ও হত্যাকান্ডে সরাসরি জড়িত মজজেম হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর