বুধবার, ২০ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

সাংবাদিকসহ আটজন নিহত

পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনা

প্রতিদিন ডেস্ক

নারায়ণগঞ্জ, নাটোর, কক্সবাজারের চকরিয়া, বাগেরহাট ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় এক সাংবাদিকসহ আটজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের খবর- নারায়ণগঞ্জ : সদর উপজেলার ফতুল্লায়  ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শফিকুল ইসলাম জনি নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। গত সোমবার রাত সাড়ে ১০টায় ঢাকা-নারায়ণগঞ্জ পুরনো সড়কে ফতুল্লার পঞ্চবটি কলোনির সামনে ট্রাক তাকে চাপা দেয়। ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত সাংবাদিক জনি ফতুল্লার ইসদাইর গাবতলী খানকা এলাকার আমির হোসেনের ছেলে। তিনি চ্যানেল এস টিভির ফতুল্লা প্রতিনিধি ও নারায়ণগঞ্জের আলো নামে একটি স্থানীয় পত্রিকার ফটোসাংবাদিক ছিলেন।  নাটোর : পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেলের চালকসহ দুজন নিহত হয়েছেন। নাটোর-রাজশাহী মহাসড়কের পিটিআই মোড় এলাকায় গত সোমবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার সোহরাব হোসেনের ছেলে তারেক ও নিঙ্গল হোসেনের ছেলে রকিবুল। চকরিয়া : কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকলে আরোহী নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ১টার দিকে মহাসড়কের বানিয়ারছড়া এলাকায় বাসের পেছনে ধাক্কা লেগে সোহেল সিকদার (২৩) নামে এক কাতার প্রবাসী নিহত হন। গতকাল দুপুরে চিরিঙ্গা-মহেশখালী সড়কে ডাম্পার ট্রাকচাপায় মারা গেছেন। গাজীপুর : বেড়াতে এসে প্রাইভেটকারের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। সিরাজগঞ্জ থেকে গাজীপুর মহানগরীর সালনা এলাকায় ভাতিজার বাসায় যাওয়ার পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় তিনি দুর্ঘটনার শিকার হন। নিহতের নাম বকুল। এদিকে জেলার কালিয়াকৈর উপজেলার মজিদচালা এলাকায় গতকাল ট্রাকের ধাক্কায় অটোযাত্রী মুস্তাফিজ রহমান  নামে এক যুবক নিহত হয়েছেন। বাগেরহাট : কচুয়া উপজেলার দোবাড়িয়া নামক স্থানে পিকআপচাপায় মারা গেছেন মহিদ ডাকুয়া নামে এক অটোচালক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর