শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

বঙ্গবন্ধুর বাংলাদেশ সৌহার্দ্য সম্প্রীতির : ক্যাপ্টেন তাজ

দুর্যোগব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এমপি বলেছেন, ‘সমাজে হানাহানি, মারামারি থাকবে না যদি সব মানুষ ধর্মের মর্মবাণী হৃদয়ে ধারণ করে। সব ধর্মের মর্মবাণী হলো, মানবসেবার মাধ্যমে সৌহার্দ্য ও সম্প্রীতি স্থাপন ও মানুষের মঙ্গল করা। বঙ্গবন্ধুর বাংলাদেশ সৌহার্দ্য ও সম্প্রীতির। এ দেশের মানুষ জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলে বিশ্বে সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে। এখানে মানুষে-মানুষে, ধর্মে-বর্ণে ভেদাভেদ নেই। ভালোবাসার বন্ধনে সব ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করে।’ এমপি বলেন, ‘স্বাধীনতার শত্রু একটি দল এখনো সজাগ।  ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সম্প্রীতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।        -বাঞ্ছারামপুর প্রতিনিধি

 

পুলিশ-জেলে সংঘর্ষে আহত ১০

সদর উপজেলার মেঘনা নদীর চরঝাপটা অংশে নৌপুলিশের সঙ্গে জেলেদের সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ ১০ জন আহত হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন- গজারিয়া ফাঁড়ির ইনচার্জ এসআই সালাম, এসআই শাহ আলম, এএসআই ফয়সাল, কনস্টেবল কবির হোসেন। এর মধ্যে কনস্টেবল কবির হোসেন ও জেলে আরশ আলীর অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ অঞ্চলের নৌপুলিশ সুপার মিনা মাহমুদা জানান, চরঝাপটায় মেঘনা নদীতে জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধন করছিলেন। তাদের বাধা দিলে পুলিশের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। একপর্যায়ে পুলিশ ও জেলেদের মধ্যে সংঘর্ষ বাধে।    -মুন্সীগঞ্জ প্রতিনিধি

 

সাংবাদিক নিহতের প্রতিবাদে বিক্ষোভ

সড়ক দুর্ঘটনায় সাংবাদিক শফিকুল ইসলাম জনি নিহতের প্রতিবাদে ঢাকা-নারায়ণগঞ্জ (পুরাতন) সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে করেছেন সাংবাদিকরা। ফতুল্লা প্রেস ক্লাবের সামনে বুধবার এ কর্মসূচি পালিত হয়। বক্তারা সাংবাদিক জনিকে ট্রাকচাপায় হত্যা করা হয়েছে দাবি করে দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চান। সৈয়দ ওবায়েদ উল্লার সভাপতিত্বে বক্তব্য দেন খন্দকার লুৎফর রহমান স্বপন, শরীফুল হক, এম সামাদ মতিন, মনিরুল ইসলাম সবুজ, রণজিৎ মোদক প্রমুখ।

উল্লেখ্য, রবিবার রাতে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কের মাসদাইরে ট্রাকচাপায় মারা যান এস টিভির সাংবাদিক শফিকুল ইসলাম জনি (৩৫)।         -নারায়ণগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর