শনিবার, ২৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

কালোবাজারে ট্রেনের টিকিট

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

কালোবাজারে ট্রেনের টিকিট

ডোমারের চিলাহাটি রেলস্টেশনে ট্রেনের টিকিট কালোবাজারিরা নিয়ন্ত্রণ করে আসছে। টিকিট কাউন্টার থেকে টিকিট কালোবাজারিদের হাতে চলে যাচ্ছে। যাত্রীরা কাউন্টারে টিকিট না পেলেও  স্টেশনের আশপাশে টিকিটের অভাব নেই। শুধু টাকা দিলেই মিলে যায় টিকিট। নিরুপায় হয়ে গন্তব্য  যেতে দ্বিগুণ দামে  কালোবাজারিদের কাছ থেকে টিকিট কিনতে হচ্ছে। অনেক যাত্রী স্টেশনে এসেই কালোবাজারিদের কাছ থেকে চড়া দামে টিকিট সংগ্রহ করে চলে যান। তারা জানে কাউন্টারে গিয়ে টিকিট পাওয়া যাবে না। কাউন্টারে আসনবিহীন টিকিট বন্ধ থাকায় অনেক যাত্রীকে ট্রেনের ভিতরে জরিমানাসহ টিকিট কাটতে হচ্ছে। সব মিলে যাত্রীরাই জিম্মি হয়ে পড়েছেন। চিলাহাটি রেলস্টেশনে লিজন প্রামাণিক, লায়েক আলী, যাদু মিয়াসহ স্থানীয়রা জানান, বহিরাগতদের সঙ্গে স্টেশনের কর্মরত বুকিং সহকারী, পোটার, বেডিং পোটার, পয়েন্টম্যান এ পেশায় জড়িয়ে কালোবাজারে টিকিট ব্যবসা চালিয়ে আসছেন। বিভিন্ন পেশার মানুষ এই চক্রর সঙ্গে যোগাযোগ করলেই মিলে যায় ট্রেনের টিকিট। যাত্রী কম থাকলে সেদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা নীলসাগর ট্রেন ছাড়ার সময় পর্যন্ত টিকিট নিয়ে স্টেশনে ছোটাছুটি করে বেড়ায়। জানা গেছে, চিলাহাটি রেলস্টেশনে ঢাকাগামী নীলসাগর ট্রেনের টিকিট সাধারণ চেয়ার কাউন্টারে ৬৩ অনলাইনে ৬৩ এসি চেয়ার  কাউন্টারে ১৩ অনলাইনে ১২ এসি বার্থ অনলাইনে ২টি বরাদ্দ আছে। প্রতিদিন সকাল ৮টায় চার দিন আগের টিকিট কাউন্টারে বিক্রি করা হয়। যাত্রীরা কাউন্টারে গিয়ে টিকিট নিতে পারে না। কারণ কাউন্টার থেকেই সব টিকিট চলে যায় কালোবাজারিদের হাতে।

শুধু নীলসাগর ট্রেনই নয় রুপসা, সীমান্ত, বরেন্দ্র ট্রেনের টিকিট কালোবাজারিদের নিয়ন্ত্রণে। কালোবাজারি চক্রটি কাউন্টারের টিকিট ও অনলাইনের টিকিটগুলো প্রতিদিন স্টেশনে ফেরি করে বিক্রি করলেও দেখার বা বলার কেউ নাই।

সর্বশেষ খবর