শনিবার, ২৩ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

মাগুরা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা

মাগুরা প্রতিনিধি

মাগুরা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা গতকাল শেষ হয়েছে। শহরের বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত কর্মিসভায় জেলা সহসভাপতি মুন্সি রেজাউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম আহ্‌বায়ক আ ফ ম বাহাউদ্দিন নাসিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আমিরুল আলম মিলন এমপি।

পারভীন জামান কল্পনা, গ্লোরিয়া সরকার ঝর্ণা এমপি, সাইফুজ্জামান শিখর এমপি, বীরেন শিকদার এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কু ু। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেন, যারা ধর্ম নিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চায় তারাই নীলনকশা করে এটি করেছে। অতীতের মতো ধর্মীয় ব্যবসায়ী ও সাম্প্রদায়িক গোষ্ঠীকে ব্যবহার করে বিএনপি-জামায়াতের মতো রাজনৈতিক দল যারা সাম্প্রদায়িক শক্তির ওপর ভর করে ফায়দা লুটতে চায় তারা এ ষড়যন্ত্রটি করেছে। বাংলাদেশে হিন্দু- মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দিয়ে একটি অচলাবস্থা বা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চেয়েছিল। এ ক্ষেত্রে অতীতের মতো আওয়ামী লীগের নেতা-কর্মীরা সাহসী ভূমিকা পালন করেছেন। মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং সংখ্যালঘুদের ধন-সম্পত্তি রক্ষার জন্য বলিষ্ঠভাবে দায়িত্ব পালন করেছেন। শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ ১২ ঘণ্টায় ঢাকাসহ সারা দেশে আওয়ামী লীগ শান্তি সমাবেশ, শান্তি শোভাযাত্রা করেছে। দেশের মানুষকে উজ্জীবিত করেছি, উৎসাহিত করেছি। সব সম্প্রদায়ের মানুষের ধন-সম্পত্তি, জান-মাল রক্ষার জন্য সবার আগে দায়িত্ব পালন করেছি। যারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা ব্যর্থ হয়েছে এ কথা বলার চেষ্টা করে প্রকারন্তরে তারা সাম্প্রদায়িক সংঘাত বাড়ানোর জন্য এ ধরনের অপপ্রচার চালায়।

সর্বশেষ খবর