রবিবার, ২৪ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

দুই বাসের সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত ২০

বরগুনা ও পঞ্চগড় প্রতিনিধি

দুই বাসের সংঘর্ষে মা-ছেলে নিহত, আহত ২০

বরগুনার আমতলীতে দুই বাসের সংঘর্ষে বাসযাত্রী মা-ছেলে নিহত ও ২০ জন আহত হয়েছেন। এ ছাড়া পঞ্চগড়ে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেছে দুজনের। আমতলী-পটুয়াখালী মহাসড়কের আমড়াগাছিয়া নামক স্থানে গতকাল বিকালে দুই বাসের সংঘর্ষে মারা যান আয়শা বেগম (৩২) ও তার ছেলে আয়ান (৮ মাস)। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ জন। তাদের আমতলী স্বাস্থ্য কেন্দ্র ও পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুখোমুখি সংঘর্ষে বাস দুটি দুমড়ে মুছড়ে গেছে। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম হাওলাদার জানান, বাস দুটিকে আটক করা হয়েছে। একটি বাসের চালক আহত হয়ে পটুয়াখালী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অন্য বাসের চালক এবং হেলপাররা পলাতক রয়েছেন। এদিকে পঞ্চগড় সদর উপজেলার ঠুটাপাকুরি এলাকায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। পঞ্চগড় সদর ইউনিয়নের পঞ্চগড়-তেঁতুলিয়া জাতীয় মহাসড়কের জগদল ঠুটাপাকুরি এলাকায় গতকাল দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- অমরখানা ইউনিয়নের বোদাপাড়ার আফজল হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (২৮) ও তেঁতুলিয়া উপজেলার গোয়াবাড়ী এলাকার হামিদুল ইসলামের ছেলে রিফাদুজ্জামান বাবু (২০)। আহতদের একজনকে পঞ্চগড় সদর হাসপাতাল ও অপরজনকে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ খবর