রবিবার, ২৪ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

বঙ্গবন্ধুর ঋণ পরিশোধের একমাত্র পথ তাঁর আদর্শ বাস্তবায়ন : ক্যাপ্টেন তাজ

দুর্যোগব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম এমপি বলেছেন, ‘বঙ্গবন্ধুর ঋণ পরিশোধের একমাত্র পথ তাঁর আদর্শ বাস্তবায়ন করা। জাতির পিতা আজীবন সংগ্রাম করেছেন বৈষম্যহীন সমাজ গড়তে। বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ এতো দ্রুত অর্জিত হতো না। বঙ্গবন্ধু আজ আমাদের মাঝে নেই। আছে তাঁর আদর্শ, তা বাস্তবায়ন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করতে হবে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়ন ও প্রসার ঘটাতে নিরলস কাজ করে যাচ্ছে। সরকার শিক্ষার্থীদের হাতে স্বল্পমূল্যে ল্যাপটপ ও ট্যাব সরবরাহের কাজ শুরু করেছে। দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষাবৃত্তিসহ মেয়েরা বিনা বেতনে পড়ার সুযোগ পাচ্ছে।’ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ধারিয়াচর হাজী ওমর আলী উচ্চবিদ্যালয়ের নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা শমসাদ বেগম, বিআরডিবি চেয়ারম্যান কবির হোসেন প্রমুখ।       -বাঞ্ছারামপুর প্রতিনিধি

 

দেশের প্রতিটি সেক্টরে উন্নয়নের জোয়ার বইছে : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, দেশের প্রতিটি সেক্টরে সরকারের উন্নয়নের জোয়ার বইছে, আর এর সুফল পাচ্ছে জনগণ। স্বাধীনতার স্বপ্ন ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। আওয়ামী লীগ জনবান্ধব ও উন্নয়নবান্ধব সরকার। ১২ বছর আগের আর আজকের বাংলাদেশের মধ্যে ব্যবধান অনেক। ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা। অর্থনৈতিক সচ্ছলতা, মানবসম্পদ ও মানুষের মাথাপিছু আয়, এ তিন সূচকে লক্ষ্যমাত্রা অর্জনে এগিয়ে আছে বাংলাদেশ। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বলেই বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশকে নিয়ে যেতে সরকার আরও মেগা প্রকল্প বাস্তবায়নে পরিকল্পনা গ্রহণ করেছে। গতকাল ভোলা জেলার চরফ্যাশন ব্রজগোপাল টাউন হলে সুধী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। তিনি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা ও উন্নয়ন ব্যাহত করতে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আওয়ামী লীগ সরকারের সময়ে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে। ধর্ম নিয়ে দেশে অস্থিতিশীলকারীদের বিরুদ্ধে জনগণকে সোচ্চার থাকতে হবে।    -চরফ্যাশন প্রতিনিধি

 

ছাত্র অধিকার পরিষদ নেতা আটক

ফেসবুকে অপপ্রচার

নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশে ‘ককটেল বিস্ফোরণ’ এর গুজব সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে নাজির হোসেন ওরফে ইমরান নাজির (২৬) নামে একজনকে আটক করেছে র‌্যাব। সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকা থেকে গতকাল ভোরে তাকে আটক করা হয়। দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র‌্যাব-১১ এর সদর দফতরে সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল তানভীর পাশা এ তথ্য জানান। তানভীর পাশা বলেন, আটক নাজির হোসেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয়  কমিটির সদস্য। এর আগে তিনি কমিটির যুগ্ম-আহ্বায়ক ছিলেন। তিনি জানান, কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে হামলা, অগ্নিসংযোগের প্রতিবাদে গত ১৯ অক্টোবর নারায়ণগঞ্জে শান্তিপূর্ণভাবে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হয়। সেই সমাবেশে ককটেল বিস্ফোরণের গুজব ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন আটক ব্যক্তি। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন উসকানিমূলক মন্তব্য ও অপপ্রচার করে আসছিলেন।                -সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

বিপুল পরিমাণ মাদকসহ ছয়জন আটক

গাজীপুরে ২৭১ বোতল ফেনসিডিল ও ১৯ কেজি গাঁজাসহ ছয়জনকে আটক করেছেন র‌্যাব-১ এর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। মহানগরীর জয়দেবপুর ও দিঘীরচালা এলাকায় গতকাল ভোরে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। র‌্যাব-১ এর স্পেশালাইজ কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্পের কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম বিকালে এ তথ্য জানান। আটকরা হলো- রুবেল হোসেন, কাওসার আলী, আইয়ুব আলী, নজরুল ইসলাম, ইলিয়াস মিয়া ও বাবুল হোসেন। র‌্যাব কর্মকর্তা জানান, আটকরা আন্তঃজেলা মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য চোরাইপথে এনে নিজের হেফাজতে রেখে সেগুলো ঢাকা ও গাজীপুরে বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।             -গাজীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর