সোমবার, ২৫ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
ছয় জেলায় সড়ক দুর্ঘটনা

দুই শিশুসহ নিহত ৭

প্রতিদিন ডেস্ক

 দুই শিশুসহ নিহত ৭

শেরপুর ও কুড়িগ্রামে ব্যাটারিচালিত অটোরিকশাচাপায় প্রাণ গেছে দুই শিশুর। এ ছাড়া সিরাজগঞ্জ, বাগেরহাট, পটুয়াখালী ও চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বিমান বাহিনীর এক সদস্যসহ পাঁচজন। প্রতিনিধিদের খবর- সিরাজগঞ্জ : জেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের ছোনগাছা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিরাজগঞ্জ পৌর শহরের খলিফাপট্টি এলাকার বিমান বাহিনীর সদস্য সাব্বির হোসেন ও শহরের মুজিব সড়ক এলাকার রফিকুলের ছেলে হাসান। শেরপুর : শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা মোল্লাপাড়ায় গতকাল দুপুরে ইজিবাইকচাপায় অনিকা  নামে এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, অনিকার বাবা ভায়াডাঙ্গা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। তাকে বহনকারী ইজিবাইকটি বাড়ির সামনে থামলে বাবাকে দেখে অনিকা দৌড়ে সেখানে যায়। এ সময় আরেকটি ইজিবাইক তাকে চাপা দেয়। কুড়িগ্রাম : উলিপুর উপজেলার সুড়ির ডারার পাড় মোড়ে গতকাল দুপুরে অটোরিকশার ধাক্কায় মুরছালীন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। জানা যায়, দুপুরে মুরছালীন রানীগঞ্জ-উলিপুর সড়কে বাড়ির গেটের সামনে রাস্তায় দাঁড়িয়েছিল। এ সময় ব্যাটারিচালিত অটোরিকশা ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। বাগেরহাট : ভাইয়ের মৃত্যুর দোয়া অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বোনের মৃত্যু হয়েছে। মোংলা-মাওয়া মহাসড়কের বাগেরহাটের মোল্লাহাট উপজেলার দক্ষিণ গাড়ফা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম রানী বেগম। চাঁপাইনবাবগঞ্জ : গোমস্তাপুরে সিএনজি অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে হৃদয় নামে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। হৃদয় গোমস্তাপুর উপজেলার কাশিপুর গ্রামের নাসিম রেজার ছেলে। পটুয়াখালী : মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে সুজন দেবনাথ (৩০) নামে এক মোটর শ্রমিকের মৃত্যু হয়েছে। সুজন শহরের একতা সড়কের সুনীল দেবনাথের ছেলে।

সর্বশেষ খবর