সোমবার, ২৫ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

নিষেধাজ্ঞা শেষে ফের ইলিশ আহরণ

চাঁদপুর প্রতিনিধি

মা ইলিশ রক্ষার জন্য ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে গতকাল রাত ১২টার পর থেকে ইলিশসহ সব ধরনের মাছ আহরণে নেমেছে জেলেরা। গত ৪ থেকে ২৫ অক্টোবর  মতলবের ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ৬০ কিলোমিটার মেঘনা নদী এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, মজুদ, ক্রয়-বিক্রয় ও পরিবহন নিষিদ্ধ ছিল। এই অভয়াশ্রম চলাকালে জেলায় ৪৪ হাজার ৩৫ জন নিবন্ধিত জেলেকে ২০ কেজি চাল খাদ্যসহায়তা হিসেবে প্রদান করে। মা ইলিশ সংরক্ষণ দেখা গেছে, নিবন্ধিত জেলেদের মধ্যে অধিকাংশ জেলেই মাছ ধরা থেকে বিরত থাকলেও এক শ্রেণির অসাধু জেলে অভয়াশ্রম এলাকায় মা ইলিশ নিধন করেছে। বিশাল নদী এলাকার তুলনায় জেলা টাস্কফোর্সের সদস্য কম হওয়ায় চেষ্টা চালিয়েও মা মাছ নিধন সম্পূর্ণ বন্ধ করা সম্ভব হয়নি। গত ২২ দিনে পুলিশ প্রশাসন এবং মৎস্য বিভাগ মা ইলিশ সংরক্ষণে দুই শতাধিক জেলেকে কারাদন্ড ও অর্থদন্ড দেওয়া হয়েছে।

অবশ্য অনেক জেলেই এই কর্মসূচি মেনে নদীতে মাছ ধরতে যাননি। অন্যদিকে ২২ দিন অলস সময় কাটানোর পর রুপালি ইলিশ আহরণের বুকভরা আশা নিয়ে পদ্মা-মেঘনায় নেমেছে জেলেরা। বেশ কয়েক দিন ধরে জাল ও নৌকা প্রস্তুতের কাজে ব্যস্ত ছিল জেলেরা। চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান বলেন, এ বছর কর্মসূচি প্রায় শতভাগ সফল হয়েছে। জেলেদেরও সঠিক সময়ে চাল দেওয়া হয়েছে। কর্মসূচি সফল হওয়ায় আগামী বছর ইলিশের উৎপাদন অব্যাহতভাবে বৃদ্ধি পাবে বলে আশাবাদী।

সর্বশেষ খবর