সোমবার, ২৫ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ফরিদপুরে মিথ্যা মামলার প্রতিবাদ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের সদরপুর উপজেলার চর নাছিরপুর ইউনিয়নে লোকমান মাতুব্বরের হত্যাকান্ডের ঘটনায় প্রতিপক্ষকে শায়েস্তা করতে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হত্যাকান্ডের সঙ্গে জড়িত নন এমন অর্ধশতাধিক গ্রামবাসীকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের ও তা প্রত্যাহারের দাবিতে গতকাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয়রা। চর নাসিরপুর গ্রামবাসীর আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে আবদুল খালেক বয়াতির সভাপতিত্বে বক্তব্য রাখেন সামসুদ্দিন মুন্সী, আমজাদ খান, সুলতান পোদ্দার, করিম মোল্যা, শাহজাহান মুন্সী, মুক্তার মুন্সী, সবুজ খলিফা। বক্তারা অভিযোগ করে বলেন, লোকমান মাতুব্বর খুনের ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনকে শায়েস্তা করতেই সাবেক চেয়ারম্যান মজিবর    মাতুব্বর এ ষড়যন্ত্রমূলক মামলাটি করেন। মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বক্তারা প্রকৃত দোষীদের গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানান এবং একই সঙ্গে যাদের হয়রানির উদ্দেশ্যে মামলায় জড়ানো হয়েছে। তাদের মামলা থেকে নাম বাদ দেওয়ার দাবি জানান পুলিশ প্রশাসনের কাছে।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর চর নাছিরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মজিবর মাতুব্বর ও রোকন মোল্যার সমর্থকদের মধ্যে শিমুলতলী বাজারে ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ট্রলারে করে পালিয়ে যাওয়ার সময় ট্রলারডুবিতে লোকমান মাতুব্বর মারা যায়। এ ঘটনাকে কেন্দ্র করে সাবেক ইউপি চেয়ারম্যান মজিবর মাতুব্বর তার প্রতিপক্ষের কয়েক শ ব্যক্তিকে আসামি করে একটি মামলা করেন। 

সর্বশেষ খবর