সোমবার, ২৫ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ

নেত্রকোনা প্রতিনিধি

সীমান্ত উপজেলা কলমাকান্দায় মহাদেও নদীর তীরবর্তী এলাকা থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। উপজেলার রংছাতি ইউনিয়নের পাতলাবান এলাকার মহাদেও নদীর তীরে বাংলাদেশ পরিবেশ আন্দোলন, বাংলাদেশ গারো ছাত্র সংগঠনসহ আরও বেশ কয়েকটি সংগঠনের আয়োজনে গতকাল দুপুরে এসব কর্মসূচি পালিত হয়। 

এ সময় তারা বলেন, জেলা প্রশাসনের দরপত্র অনুযায়ী উপজেলার রংছাতি ইউনিয়নের ওমরগাঁও, হাসানোয়াগাঁও ও বিশাউতি মৌজার ৩৫.১৫ একর বালুমহাল ইজারা দেন। কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিরা মহদেও, সন্ন্যাসীপাড়া ও চিকনটুপ মৌজা হতে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করে আসছেন। এতে ওই গ্রামগুলোতে ভাঙন শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে অর্ধসহস্রাধিক নারী-পুরুষ পাতলাবান এলাকায় জড়ো হন। তারা সেখানে ২টা পর্যন্ত মানববন্ধন করেন। মানববন্ধন থেকে দাবি করা হয় মহাদেও নদী থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন স্থায়ীভাবে বন্ধ করতে হবে। বালু ও পাথর উত্তোলনে ব্যবহৃত পরিবেশ বিধ্বংসী সব ড্রেজার মেশিন অবিলম্বে অপসারণ করতে হবে। তাছাড়া মানুষের জীবন-জীবিকা বিপন্ন হয় এমন স্থানে বালু ও পাথর উত্তোলনে সরকারি ইজারা দেওয়া বন্ধ করতে হবে। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল করেন। এ সময় তারা এক সপ্তাহের মধ্যে তাদের দাবি না মানলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করার ঘোষণা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, ইজারাবহির্ভূত স্থান থেকে বালু উত্তোলন সম্পূর্ণ অবৈধ। ওই এলাকায় কিছুদিন আগে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় অর্থদন্ড দেওয়া হয়েছিল।

সর্বশেষ খবর