সোমবার, ২৫ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

পারিবারিক কলহের জেরে স্বামীকে কুপিয়ে হত্যা

ভোলায় পারিবারিক কলহের জেরে ফরহাদ হোসেন টিটব (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে। নিহত ফরহাদ ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের জয়গুপি গ্রামের বেলায়েত হোসেন মুন্সির ছেলে। এ ঘটনায় পুলিশ গতকাল সকালে অভিযুক্ত স্ত্রী নুরজাহান বেগমকে (৩৫) আটক করেছে। স্থানীয়রা জানান, ফরহাদ হোসেন তার শ্বশুরবাড়ি আলীনগর ইউনিয়নের রহিতা গ্রামে বসবাস করতেন। স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে বিভিন্ন সময় তার ঝগড়া-বিবাদ হতো। গত শনিবার রাতে স্বামী-স্ত্রীর ফের ঝগড়া হয়। এ সময় নুরজাহান বেগম প্রথমে ফরহাদের চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেয়। পরে দা দিয়ে শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে হত্যা করে এবং ডান পা আলাদা করে ফেলে। গতকাল সকালে স্থানীয়রা টের পেয়ে থানায় খবর দেন।     -ভোলা প্রতিনিধি

 

কথিত জিনের বাদশা গ্রেফতার

বাগেরহাটের রামপাল থেকে কথিত জিনের বাদশা হানিফ ঢালীকে গ্রেফতার করেছেন র‌্যাব-৬ এর সদস্যরা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত শনিবার রাতে জেলার রামপাল উপজেলার ফয়লাহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হানিফ ঢালী জিনের বাদশা ও পীর দরবেশ সেজে বিভিন্ন মানুষের সঙ্গে প্রতারণা করে বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়েছেন বলেও জানায় র‌্যাব। হানিফ ঢালী রামপালের চাঁদপুর এলাকার সোবাহান ঢালীর ছেলে। র‌্যাব সদস্যরা গ্রেফতার হওয়া হানিফ ঢালীর প্রতারণার কাজে ব্যবহৃত ১০টি সিম কার্ডসহ একটি মোবাইল ফোন জব্দ করেন। জিজ্ঞাসাবাদে হানিফ প্রতারণার কথা স্বীকার করেছেন।             -বাগেরহাট প্রতিনিধি

 

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার শ্রীপুর ইউনিয়নের মান্দারিয়া গ্রামে গতকাল সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মৃতরা হলো তামিম হোসেন (২) ও ফারিয়ান হোসেন (১৭ মাস)। স্থানীয় সূত্র জানায়, ফারিয়ান হোসেন ও তামিম হোসেন সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

তামিম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা গ্রামের রাব্বি মিয়ার ও ফারিয়ান চৌদ্দগ্রাম উপজেলার মান্দারিয়া গ্রামের জাবেদ হোসেনের ছেলে। তামিমের নানা আবু তাহের বলেন, ২০ দিন আগে তার মেয়ে নাতি তামিমসহ তাদের বাড়িতে বেড়াতে আসে। গতকাল দুপুর থেকে দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার দিকে বাড়ির পাশে পুকুরে তাদের লাশ ভেসে ওঠে।        -চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর