সোমবার, ২৫ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

পুলিশের আশ্বাসে মানববন্ধন না করে ফিরে গেল এক পক্ষ

মাগুরা প্রতিনিধি

পুলিশের আশ্বাসে মানববন্ধন না করে ফিরে গেল এক পক্ষ

মাগুরার জগদলে চার খুন মামলার আসামিদের গ্রেফতার দাবিতে গতকাল শহরে মানববন্ধন করতে এসেছিলেন নিহতদের স্বজন ও এলাকাবাসী। সদর থানা পুলিশের আশ্বাসে তারা মানববন্ধন না করে ফিরে গেছেন। এ বিষয়ে নিহত সবুর মোল্লার ভাতিজা মাহফুজ ইয়াছিন বলেন, ‘রবিবার বেলা ১২টায় শহরের চৌরঙ্গী এলাকায় আমার চাচাদের খুনে জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধনের আয়োজন করি। আমাদের পরিবারের সদস্যসহ এলাকার লোকজন যথাসময়ে চৌরঙ্গী এলাকায় প্রেস ক্লাবের সামনে জড়ো হন। মানববন্ধন শুরুর প্রাক্কালে সদর থানা পুলিশের একটি দল সেখানে আসে। তারা জানায়, তিন দিনের মধ্যে আসামিদের গ্রেফতার করা হবে। আপাতত মানববন্ধন না করার অনুরোধ জানান তারা। সদর থানার ওসি মঞ্জুরুল আলম বলেন, ‘আমরা আসামি গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।

মানববন্ধন না করার বিষয়ে আমার সঙ্গে কারও কথা হয়নি।’ প্রসঙ্গত, গত ১৫ অক্টোবর মাগুরা সদর উপজেলার জগদল আসন্ন ইউপি নির্বাচন ঘিরে দুই মেম্বার প্রার্থীর দ্বন্দ্বে জেরে চার ব্যক্তি খুন হন। নিহতদের মধ্যে রয়েছেন- সাবেক ইউপি মেম্বার সবুর মোল্লা, তার আপন ভাই কবির মোল্লা ও চাচাতো ভাই রহমান মোল্লা।

সর্বশেষ খবর