বুধবার, ২৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ছয় ড্রেজার ব্যবসায়ীর দন্ড

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার আগুনমুখা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার মালিক ও কর্মচারীসহ ৫ জনকে তিন মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। এ ছাড়াও এক জনকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের কারাদন্ড দেওয়া হয়েছে। গতকাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা ইউএনও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাশফাকুর রহমান।

এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।  ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ডপ্রাপ্তরা হলেন- আল আমিন (২৮), নাজমুল (২১), মাসুম গাজী (২৯), কুদ্দুস মুন্সী (২৮), আরশেদ প্যাদা (৪৫) এবং  শামিম (৫০) নামের একজনকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাশফাকুর রহমান জানান, অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। এ সময় ভ্রাম্যমাণ আদালাতে ৫ জনকে কারাদন্ড প্রদান করা হয়। বাকি এক জনকে ৫০ হাজার টাকা অনাদায়ে দুই মাসের কারাদন্ড দেওয়া হয়। কারাদন্ডপ্রাপ্ত সবাইকে সংশ্লিষ্ট থানার মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর অপর একজন জরিমানার টাকা পরিশোধ করায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর