শিরোনাম
বুধবার, ২৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

বাজি ধরে রেসে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

প্রতিদিন ডেস্ক

বাজি ধরে রেসে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

মেহেরপুরে ৫০০ টাকা বাজিতে রেস করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ গেছে মোটরসাইকেল আরোহীর। এ ছাড়া কুড়িগ্রাম, বগুড়া ও ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও চারজন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর- মেহেরপুর : ৫০০ টাকা বাজি ধরে মোটরসাইকেল রেস করতে এসে দুর্ঘটনায় নিহত হয়েছেন চাঁদ মিয়া (২৫) নামে এক যুবক। এ সময় গুরুতর আহত হয়েছেন বাইকের পিছনে থাকা রিজো নামে আরেক যুবক। মুজিবনগর কমপ্লেক্স গেট এলাকায় সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত চাঁদ মিয়া মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামের আশাদুল মিয়ার ছেলে। আহত রিজোর বাড়ি একই গ্রামে। এলাকাবাসী জানান, সোমবার সন্ধ্যায় চাঁদ মিয়ার বাজি হয় তিনটি মোটরসাইকেল নিয়ে রাধাকান্তপুর থেকে মুজিবনগর কমপ্লেক্সে রেস দিতে হবে। যিনি প্রথম মুজিবনগর গেটে পৌঁছাবেন তাকে ৫০০ টাকা পুরস্কার দেওয়া হবে। এমন বাজি ধরে চাঁদ মিয়াসহ তিনজন রেসিং শুরু করেন। মুজিবনগর গেটের কাছাকাছি স্থানে চাঁদ মিয়ার মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাশের লোহার গেটে ধাক্কা লাগে। চাঁদ মিয়া ও তার মোটরসাইকেলের পেছনে থাকা রিজো মাটিতে পুটিয়ে পড়েন। তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক চাঁদ মিয়াকে মৃত ঘোষণা করেন। কুড়িগ্রাম : চিলমারী ও উলিপুর উপজেলায় গতকাল পৃথক সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- নজরুল ইসলাম (২৬) ও তানজিদ ইসলাম (১৭)। নজরুল ইসলাম চিলমারীর আদর্শ বাজার এলাকার জালাল উদ্দিনের ছেলে। তানজিদ ইসলামের বাড়ি উলিপুর পৌর এলাকার নিজাইখামার গ্রামে। তার বাবার নাম বক্তার আলী। বগুড়া : ট্রাকচাপায় মারা গেছেন মোটরসাইকেল আরোহী রাসেল (৩০) নামে এক যুবক। বগুড়া-ঢাকা মহাসড়কে বগুড়া শহরতলীর ভবের বাজার এলাকায় গত সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল আদমদিঘি উপজেলার চারুপাড়ার আবদুর রশিদের ছেলে। এ দুর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ দুজন আহত হয়েছেন। ঝিনাইদহ : হরিণাকুন্ডু উপজেলার চারাতলা নামক স্থানে আলমসাধুর চাকা ফেটে রাস্তায় উল্টে চালক লালন মন্ডল (৪২) নিহত হয়েছেন। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে।

সর্বশেষ খবর