বুধবার, ২৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ইভিএম ভোট নিয়ে প্রশ্ন তুলেছেন এমপি হারুন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

ইভিএম-এ ভোট গ্রহণ নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি’র যুগ্মমহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩  আসনের এমপি মো. হারুনুর রশিদ হারুন। গতকাল তার বাসভবনে আগামী ২ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আয়োজিত সংবাদ সম্মেলনে এই প্রশ্ন তুলেন। ইভিএম-এ ভোটগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, অভিযোগ রয়েছে ইভিএম-এ ভোট প্রদান করলে একজনকে ভোট দিলে অন্য জায়গায় ভোট চলে যায়। ইভিএম-এ বিষয়ে নির্বাচন কমিশন কোনো সচেতনতা সৃষ্টিতে কোনো পদক্ষেপ না নিয়ে আগামী ৩১ অক্টোবর ইভিএম-এ ভোটদান প্রসঙ্গে প্রশিক্ষণের আয়োজন করেছে। কিন্তু দেড়লাখ অধ্যুষিত ভোটারের জন্য এই সময় যথেষ্ট নয়। তিনি আরও বলেন, আওয়ামী লীগের নৌকার প্রার্থী বিভিন্ন স্থানে উচ্চস্বরে মাইক বাজিয়ে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করছেন। এদিকে মো. হারুনুর রশিদ হারুন এমপি হওয়া সত্ত্বেও বিএনপির মেয়র প্রার্থী মো. নজরুল ইসলামের সঙ্গে সংবাদ সম্মেলন করা নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, তিনি নির্বাচনী প্রচারণায় অংশ নেননি।

তাই এটা আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে না। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, স্থানীয় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী মো. নজরুল ইসলাম এবং সদর উপজেলা চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তোসি।

সর্বশেষ খবর