বুধবার, ২৭ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

মিথ্যা মামলা প্রত্যাহার দাবি

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে অসামাজিক কার্যকলাপ ও এলাকার নিরীহ যুবকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন এলাকাবাসী। গতকাল সকালে পৌর শহরের মুজিব কলেজ  মোড়ে  বিক্ষুব্ধ এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে। এতে সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেয়। এ সময় রাস্তার দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে।

 চরম ভোগান্তিতে পড়েন চলাচলকারীরা। এলাকার নিরীহ যুবকদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে  বীর মুক্তিযোদ্ধা এস এম আবদুল্লাহ মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক, বীর মুক্তিযোদ্ধা মোখলেছ আলী, অধ্যাপক কাজী হাকিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর তারেক, কাউন্সিলর ফজলুর রহমান, শহিদুল ইসলাম, সমাজের সভাপতি ফরিদ আহম্মেদ প্রমুখ বক্তব্য দেন। বক্তারা বলেন- স্থানীয় মুক্তিযোদ্ধা তোরাব আলীর ছত্রছায়ায় ওই এলাকার হাসমত আলীর মেয়ে হাছিনা বেগম তার বাসায় অসামাজিক কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন। তাদের এ অপকর্মে বাধা দিতে গেলে এলাকার যুবকের নামে মিথ্যা মামলা করে হয়রানি করা হচ্ছে।             অনতিবিলম্বে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। পরে পুলিশের আশ্বাসে বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেন।

সর্বশেষ খবর