বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি আতঙ্ক

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি আতঙ্ক

গত কয়েকদিনে উপজেলার পাঁচটি প্রাথমিক বিদ্যালয়ে চুরি হয়েছে। চোর দল বিদ্যালয়ের আলমারির তালা ভেঙে চুরি করে নিয়ে গেছে ল্যাপটপ, সাউন্ড সিস্টেমসহ বিভিন্ন মূল্যবান মালামাল, কাগজপত্র। একের পর এক বিদ্যালয়ে চুরির ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় আতঙ্ক বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে কালিয়াকৈর থানায় পৃথক অভিযোগ করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ১২২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫৫টিতে নাইটগার্ড রয়েছে। বেশির ভাগ বিদ্যালয়ের নেই কোনো বাউন্ডারি ওয়াল। ফলে চুরিসহ ঘটছে বিভিন্ন ঘটনা। গত পাঁচ দিনে উপজেলার চারটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি হয়েছে। গত বছরও অন্য ছয়টি বিদ্যালয়ে চুরি হয়। তার পরও নজরদারি নেই পুলিশ প্রশাসনের। সর্বশেষ ২৫ অক্টোবর রাতে তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আলমারির তালা ভেঙে মালামাল নিয়ে যায় চোরেরা। ২০ অক্টোবর রাতে সিনাবহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আলমারির তালা ভেঙে ল্যাপটপ, সাউন্ড সিস্টেম, বেল, ঘড়ি, মাইকসহ প্রায় ১ লাখ ৩০ হাজার টাকার মালামাল নিয়ে যায় চোরেরা। একই রাতে ঢোলসমুদ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাঁশতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরি হয়। এ ঘটনায় বিদ্যালয় দুটির পক্ষ থেকে কালিয়াকৈর থানায় পৃথক অভিযোগ হয়েছে।

সর্বশেষ খবর