শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

ভিক্ষা নয়, কাজ চান তৃতীয় লিঙ্গের মানুষ

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ভিক্ষা নয়, কাজ চান তৃতীয় লিঙ্গের মানুষ

ভিক্ষাবৃত্তি নয়, কাজ চান তৃতীয় লিঙ্গের (হিজড়া) মানুষ। ময়মনসিংহের ফুলপুর থানার ওসির সঙ্গে বুধবার বিকালে মতবিনিময় সভায় স্থানীয় তৃতীয় লিঙ্গের সদস্যরা এ দাবি তুলেন। ওসির নিজ কার্যালয়ে আয়োজিত সভায় নেত্রী মালার নেতৃত্বে ২১ জন হিজড়া অংশ নেন। তারা কোথায় থাকেন, কীভাবে চলেন, সরকারি ঘর বা কোনো সুযোগ-সুবিধা পেয়েছেন কি না জানতে চান ওসি। এ সময় হিজড়াদের নেত্রী মালা ওসিকে উদ্দেশ করে বলেন, আপনি খোঁজখবর নিয়ে দেখেন আমাদের কোনো খারাপ রেকর্ড নেই। আমরা কারও সঙ্গে খারাপ আচরণ করি না বরং মানুষ আমাদের সঙ্গে বাজে ব্যবহার করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে। কিন্তু কেন? আমরাও-তো মানুষ। তিনি বলেন, সরকার যদি আমাদের একটু জায়গা দেয়, একটা পুষকুনি (পুকুর) কইরা দেয়, দুইলা মাছ ছাড়তাম। তাইলে আমরা কারও কাছে হাত পাততাম না। কারও বাচ্চা বা বিয়া অইলে বকশিশ চাইতাম না। আমরা ভিক্ষা করতে চাই না। সরকার আমরারে একটা কাজের ভাউ (ব্যবস্থা) কইরা দেওক। উপজেলায় কত কাজ আছে। আমরারে যদি বলে তোমরা উপজেলাডারে পরিষ্কার কইরা রাখবা, ঝাড়ু দিবা। তাতেও আমরার কোনো লজ্জা নাই। ফুলপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, তাদের জন্য কিছু একটা করা দরকার। আসলে আমাদের হাতে তো কিছু নেই। সমাজসেবা, যুব উন্নয়ন বা মহিলা বিষয়ক কর্মকর্তাদের কাছে সুপারিশ করে দেখব কিছু করা যায় কি না। তাদের স্বনির্ভর করার চেষ্টা করব। 

সর্বশেষ খবর