শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

পৌরবাসীর সেবায় যোগ হলো অ্যাপস

ফেনী প্রতিনিধি

ফেনী পৌরসভায় নাগরিক সেবায় যোগ হলো পৌর অ্যাপ ও পৌর সিএনজি। ‘মেয়র ফেনী পৌরসভা’ নামের মোবাইল অ্যাপসটি গতকাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। শহীদ মিনার প্রাঙ্গণে ফেনী পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে এমপি নিজাম উদ্দিন হাজারী প্রধান অতিথি থেকে মোবাইল অ্যাপস উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদুল হাসান, পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী প্রমুখ। এই অ্যাপ চালুর কারণে সেবা পেতে নাগরিকদের আর ধরনা দিতে হবে না মেয়রের কাছে। এখন থেকে নিজেদের মোবাইলে অ্যাপটি ডাউনলোড করেই নিতে পারবেন সব ধরনের সেবা।

সেই সঙ্গে শহরের যানজট নিরসনে ‘নগর সিএনজি অটোরিকশা’ উদ্বোধন করা হয়েছে। যাত্রী হয়রানি কমাতে নির্ধারিত রঙের সিএনজি অটোরিকশার জন্য নির্ধারিত ভাড়া এবং স্ট্যান্ড নির্ধারণ করা হয়েছে। ফেনী শহরের অভ্যন্তরে চলাচল করবে এ অটোরিকশা। কোনো চালক অতিরিক্ত ভাড়া দাবি করলে যাত্রী সরাসরি পৌর মেয়রের কাছে অভিযোগ করতে পারবেন। মেয়র বলেন, নাগরিকদের ভোগান্তি কমাতে এবং সেবা তাদের হাতের মুঠোয় নিয়ে আসতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর