শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

কারখানা বন্ধের প্রতিবাদ ও পাওনা দাবিতে শ্রমিক সমাবেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরের একটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণার প্রতিবাদ ও শ্রম আইন অনুযায়ী পাওনা পরিশোধ দাবিতে সমাবেশ করেছেন শ্রমিকরা। শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল গার্মেন্ট শ্রমিক কর্মচারী অধিকার আদায় কমিটির উদ্যোগে এ সমাবেশ আয়োজন করা হয়। পরে সেখান থেকে বিক্ষোভ বের করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে দিয়ে ঘুরে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়। এ সময় আগামী সাত দিনের মধ্যে পাওনা পরিশোধ করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দেন শ্রমিকরা। পরে দাবি আদায়ে তারা নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন। বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্ট শ্রমিক ফেডারেশন সভাপতি অ্যাড. মাহবুবুর রহমান ইসমাইল বলেন, দেশের অন্যতম বৃহৎ সিনহা গার্মেন্ট ১২ হাজার শ্রমিকের পাওনা বেতন নিয়ে গড়িমসি করছিল। শ্রমিকদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ৩ অক্টোবর শ্রম প্রতিমন্ত্রীর উপস্থিতিতে সমঝোতা চুক্তি হয়। এরই মধ্যে মালিকপক্ষ ১৯ অক্টোবর কারখানাটি বন্ধ ঘোষণা করেন।               -নারায়ণগঞ্জ প্রতিনিধি

দুবলার চরে হচ্ছে না রাসমেলা

 বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের বঙ্গোপসাগর পাড়ে দুবলার চরে সনাতন ধর্মাবলম্বীদের এবারে রাস পূর্ণিমার পূজা ও পুণ্যস্নান অনুষ্ঠিত হবে। তবে করোনার কারণে সেখানে শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব বা মেলা অনুষ্ঠিত হচ্ছে না। সনাতন ধর্মাবলম্বী ছাড়া দেশি-বিদেশি পর্যটক বা অন্য কোনো ধর্মের লোক দুবলার চরে রাস পূর্ণিমার পূজা ও পুণ্যস্নানে যেতে পারবে না। সুন্দরবনের দুবলার চরে আগামী ১৮ নভেম্বর রাস পূজা ও ১৯ নভেম্বর দিনের প্রথম প্রহরে বঙ্গোপসাগরের নোনাজলে অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের পুণ্যস্নান। বন বিভাগ এসব তথ্য নিশ্চিত করেছে। আঞ্চলিক বন সংরক্ষক মিহির কুমার দে জানান, বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের দুবলার চরে করোনা পরিস্থিতির কারণে গত বছরের মতো এবারও শত বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব বা মেলা হবে না।    -বাগেরহাট প্রতিনিধি

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কালিয়াকৈরে শিরিন আক্তার নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার বরাব দক্ষিণপাড়া এলাকায় ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় গতকাল বিকালে মরদেহ উদ্ধার করে পুলিশ। শিরিন গাজীপুর মহানগরের কোনাবাড়ী আমবাগ মধ্যপাড়ার মেহের আলীর মেয়ে। তাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে দাবি স্বজনদের। পুুলিশ ও এলাকাবাসী জানান, শিরিন স্বামী-শ্বশুর-শাশুড়ির সঙ্গে কালিাকৈরের বরাব এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গতকাল সকালে শিরিনের স্বামী ইব্রাহীম অফিসে যান। দুপুরে প্রতিবেশীরা দরজার ফাঁক দিয়ে সিলিং ফ্যানে লাশ ঝুলতে দেখে থানায় খবর দেন। পুলিশ বিকালে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহম্মদ মেডিকেলের মর্গে পাঠায়। মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল আলম বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বলা যাবে এটি হত্যা না আত্মহত্যা।   -কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর