শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

টেলিভিশনের মধ্যে মিলল সোনার বার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে টেলিভিশনের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬টি সোনার বার জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় গৃহকর্তী শাহীনা খাতুনকে আটক করা হয়েছে। সোনার বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল। জব্দ করা সোনার ওজন প্রায় ৬০ ভরি। যার বাজার মূল্য ৪০ লাখ টাকা। গত বুধবার রাতে উপজেলার হরিহরনগর গ্রামে অভিযান চালিয়ে সোনাগুলো উদ্ধার করা হয়। জীবননগর থানার ওসি আবদুল খালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে হরিহরনগর গ্রামের আবদুল মান্নান শেখের বাড়িতে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে গৃহকর্তা আবদুল মান্নান পালিয়ে যায়। এ সময় বাড়ির টেলিভিশনের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬টি সোনার বার জব্দ করা হয়।

আটক করা হয় আবদুল মান্নানের স্ত্রী চায়নাকে।

সর্বশেষ খবর