শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

বেনাপোল দিয়ে ভারতে ইলিশ রপ্তানি শুরু

বেনাপোল প্রতিনিধি

বেনাপোল বন্দর দিয়ে গত রাতে ভারতে ইলিশ মাছ রপ্তানি শুরু হয়েছে। প্রথম চালানে ছিল ৪ মেট্রিক টন ইলিশ। দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের চারটি ট্রাকে করে ১৮ মেট্রিক টন ইলিশের চালান এসে পৌঁছায় বেনাপোল বন্দরে। কাস্টমস ও বেনাপোল মৎস্য অধিদফতরের মান নিয়ন্ত্রণ কর্মকর্তারা মাছের নমুনা পরীক্ষা করে রপ্তানির অনুমতি দেন। প্রতিটি ইলিশের ওজন এক থেকে দেড় কেজি। প্রতি কেজির রপ্তানি মূল্য ১০ মার্কিন ডলার। বেনাপোল মৎস্য অধিদফতরের মান নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. আশওয়াদুল হক জানান, ইলিশের অবশিষ্ট চালানগুলো আজ (বৃহস্পতিবার) রাতের মধ্যেই চলে যাবে। ইলিশ রপ্তানির সময় ৫ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

সর্বশেষ খবর