রবিবার, ৩১ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

কাজে আসছে না ৫ কোটি টাকার সড়কবাতি

বেশির ভাগ স্থানে নষ্ট হয়ে গেছে বাতি, বাড়ছে চুরি ছিনতাই নানা অপরাধ

বেলাল রিজভী, মাদারীপুর

কাজে আসছে না ৫ কোটি টাকার সড়কবাতি

খুঁটি দাঁড়িয়ে থাকলেও এর মাথায় নেই বাতি। মাদারীপুরের রাজৈর পৌর এলাকা থেকে তোলা -বাংলাদেশ প্রতিদিন

মাদারীপুরের রাজৈর পৌরসভার পক্ষ থেকে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে সড়কে পাঁচ শতাধিক সৌরবাতি স্থাপন করা হলেও তা উপকারে আসছে না। অধিকাংশ বাতি অকেজো হয়ে পড়ে আছে বছরের পর বছর। রাত হলেই অন্ধকার নেমে আসায় সড়কে বাড়ছে চুরি, ছিনতাইসহ অপরাধ কর্মকান্ড।

রাজৈর পৌরসভা সূত্রে জানা যায়, ২০১৫-২০১৬ অর্থ বছরে পৌরসভার বিভিন্ন এলাকার সড়কে চার কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে স্থাপন করা হয় সৌরবাতি। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অর্থায়নে স্থাপন করে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন। ৫১৭টি সৌরবাতি বসানোর ছয় মাসের মাথায় তা অকেজো হতে শুরু হয়।  সড়কের বেশকিছু বাতি ভেঙে পড়ে আছে দীর্ঘদিন ধরে। রাজৈর পৌর এলাকায় ২৭ কিলোমিটার পাকা, আধাপাকা ৩০ ও কাঁচা সড়ক রয়েছে ১৮ কিলোমিটার। এই সড়কে পর্যাপ্ত বাতি না থাকায় এখন চুরি, ছিনতাইসহ অপরাধ কর্মকান্ড বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। নিয়মিত পৌরকর পরিশোধ করেও নাগরিক সুবিধা না পাওয়ায় ক্ষুব্ধ তারা। সৌরবাতি জ¦লছে কিনা মাঝে মাঝে এসে তা পরীক্ষা করার কথা থাকলেও স্থাপন করে আর খোঁজই রাখেনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। ফলে সন্ধ্যা হলেই আঁধার নেমে আসে পৌরসভার সড়কগুলোতে। অন্ধকারেই চলাফেরা করেন পৌরবাসী। স্থানীয় বাসিন্দা শেখ আবদুর রহিম বলেন, ‘হেই যে সৌরবাতি লাগাই গেছে আর কাউরে দেহি নাই। এহন বাতিও জ্বলে না। নষ্ট হইছে, কেউ সারতেও আহে না। আন্দারেই আমাগো চলাচল করতে হয়।’ আরেক বাসিন্দা কহিনুর বেগম বলেন, সরকার কয়েক কোটি টাকা খরচ করে এটা করছে কিন্তু কোনো কাজেই আসছে না। মাদারীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদ সভাপতি মাসুদ পারভেজ বলেন, সরকার প্রায় কোটি টাকা ব্যয় করে ৫১৭টি সৌরবাতি স্থাপন করেছে। হিসেব করলে একেকটি বাতির দাম পড়েছে প্রায় লাখ টাকা। অথচ স্থাপনের কিছু দিন পরই এগুলো অকেজো হয়ে গেছে। মাঝখান থেকে সরকারের পাঁচ কোটি টাকা গচ্ছা গেছে। স্বাভাবিকভাবে একটি সৌরবাতি প্রকার ভেদে ২০ থেকে ৩০ হাজার টাকা ব্যয়ে স্থাপন করা সম্ভব। এখানকার খরচটা অস্বাভাবিক মনে হচ্ছে। আমরা চাই বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক। জনগণের সুবিধার্থে বাতিগুলো সচল করা হোক। রাজৈর পৌর মেয়র নাজমা রশিদের দাবি, জনবল সংকট থাকায় সড়কে সৌরবাতিগুলো রক্ষণাবেক্ষণ করা যাচ্ছে না। খরচের বিষয় তিনি বলেন, যদি অস্বাভাবিক খরচ হয়ে থাকে তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হোক। আমি নতুন দায়িত্ব নিয়েছি। অস্বাভাবিক খরচ হলে এর দায়ভার আগে যারা দায়িত্বশীল ছিলেন তাদের।

সর্বশেষ খবর