রবিবার, ৩১ অক্টোবর, ২০২১ ০০:০০ টা
আলিপুরা ইউপি নির্বাচন

বিতর্ক পিছু ছাড়ছে না নৌকার প্রার্থী নিয়ে

নরসিংদী প্রতিনিধি

বিতর্ক পিছু ছাড়ছে না নৌকার প্রার্থী নিয়ে

নরসিংদীর রায়পুরা উপজেলার আলিপুরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে যাকে আওয়ামী লীগ প্রার্থী মনোনীত করেছিল তিনি ‘বিতর্কিত’ হওয়ায় মনোনয়নের এক দিনের মাথায় তাকে বাদ দেওয়া হয়েছে। মনোনীত হয়েছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এস এম ওবায়দুল হক বাবলু। এ নিয়ে তৃণমূলের নেতা-কর্মীরা নাখোশ। কারণ, এই বাবলু ২০১৬ সালের ইউপি নির্বাচনে ‘বিদ্রেহী’ প্রার্থী হয়ে লড়েছেন। তাই বৃহস্পতিবার রাতে প্রার্থিতা পরিবর্তন করে দলটি। বাবলুর জায়গায় মনোনীত করা হয়েছে বর্তমান ইউপি চেয়ারম্যান আল আমিন ভুইয়া মাসুদকে। তৃণমূল নেতা-কর্মীরা জানান, আল আমিন ভুইয়া মাসুদ রায়পুরা কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি। একই সঙ্গে ছিলেন বিএনপির রাজনীতিতে সক্রিয়। সুসময়ে দলে অনুপ্রবেশকারী এই সাবেক ছাত্রদল নেতাকে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা নৌকার মাঝি হিসেবে মেনে নিতে চাইছেন না। এ নিয়ে এলাকা ও এলাকার বাইরে উত্তাপ ছড়িয়ে পড়েছে। আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে নরসিংদীর রায়পুরা উপজেলার ১০টি ও সদর উপজেলার ২টিসহ ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফজাল হোসেন জানান, দলের সিদ্ধান্ত উপেক্ষা করে গত ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশ নেওয়ায় ওবায়দুল হক বাবলুর মনোনয়ন রদ করা হয়েছে।

সর্বশেষ খবর