রবিবার, ৩১ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

বিটঘর গণহত্যা দিবস আজ

৮০ জন নিরীহ মানুষ হত্যা করে পাকবাহিনী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর গণহত্যা দিবস আজ। ১৯৭১ সালের ৩১ অক্টোবর পাক সেনারা তাদের দোসরদের সহায়তায় ৮০ জন নিরীহ মানুষকে হত্যা করে। এরপর থেকে দিবসটি বিটঘর গণহত্যা নামে পরিচিত। স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় বিটঘর গ্রামের মানুষ মুক্তিযোদ্ধাদের নানাভাবে সহযোগিতা করতেন। এখান থেকেই মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনা ও তাদের দোসরদের ওপর গেরিলা আক্রমণ করতেন। ৩০ অক্টোবর দুপুরে বিটঘর গ্রামের পাশর্বর্তী বেড়তলা গ্রামে মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাক সেনাদের সম্মুখ যুদ্ধ হয়। ওই দিন পাকিস্তানি এক সেনাসদস্যকে গ্রামবাসী বল্লমের আঘাতে হত্যা করেন। একই সঙ্গে গুরুতর আহত করে উপজেলা সদরের বাসিন্দা মনু মিয়া নামে এক রাজাকারকে। এর প্রতিশোধ নিতে দুই শতাধিক পাকিস্তানি সেনা ও রাজাকার ৩১ অক্টোবর দিনভর বিটঘর গ্রামে হানা দিয়ে ৮০ জনকে হত্যা করে। ওই দিন মতিন ঠাকুর ও মন্নর আলীর নেতৃত্বে রাজাকাররা গ্রামে নির্যাতন, লুটপাট ও অগ্নিসংযোগ করে। যে স্থানে ৮০ জনকে একত্র করে হত্যা করা হয় সেই জমির মালিক ছিলেন শহীদ শামসুল হক। তার স্ত্রী মালেকা খাতুন স্বামীসহ ৮০ জনের মৃত্যুর স্থানটি আগলে রাখেন। ২০০৪ সালে মালেকা খাতুন তৎকালীন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক আবদুল হালিম ও সাধারণ সম্পাদক রফিক উদ্দিন ঠাকুরের সহায়তায় ১৫ শতক ভূমি বিটঘর বধ্যভূমির নামে লিখে দেন। জেলা প্রশাসক হায়ত-উদ-দৌলা ২০১৮ সালের ৪ নভেম্বর বিটঘর ও কালীকচ্ছ ধর্মতীর্থ বধ্যভূমি পরিদর্শন করেন। তার প্রচেষ্টায় বিটঘর বধ্যভূমিতে ‘বিটঘর গণহত্যায় শহীদের নামে একটি স্মৃতিসৌধ নির্মাণ কাজ সম্পন্ন হয়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর