রবিবার, ৩১ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

স্বেচ্ছাচারিতার অভিযোগে গণপদত্যাগ

স্বেচ্ছাসেবক দল ভোলা

ভোলা প্রতিনিধি

ভোলায় স্বেচ্ছাসেবক দলের পৌর ও সদর উপজেলা আহ্বায়ক কমিটি গঠনে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে দলের অর্ধশতাধিক নেতা-কর্মী পদত্যাগ করেছেন। গতকাল দুপুরে ভোলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে স্বেচ্ছাসেবক দলের ৫৮ নেতা-কর্মী পদত্যাগের ঘোষণা দেন। পাশাপাশি তারা নতুন কমিটি বাতিল করে শক্তিশালী কমিটি ঘোষণার দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মোনতাসির আলম রবিন চৌধুরী জানান, কোনো কাউন্সিল ছাড়াই গত ২৮ অক্টোবর সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। বিভিন্ন পর্যায়ের ত্যাগী ও যোগ্য নেতা-কর্মীদের যথাযথ মূল্যায়ন করা হয়নি। তৃণমূল নেতৃত্বের প্রতিফলন ঘটেনি বলেও অভিযোগ করেন তিনি।

 নবঘোষিত কমিটি বাতিল দাবিতে জেলা স্বেচ্ছাসেবক দলের ২৮, সদর উপজেলার ১১ এবং পৌর স্বেচ্ছাসেবক দলের ১৭ জন একযোগে পদত্যাগ করেছেন। পদবঞ্চিতরা নতুন আহ্বায়ক কমিটি বাতিল করে শক্তিশালী ও গ্রহণযোগ্য কমিটি ঘোষণার জোর দাবি জানান।

সর্বশেষ খবর