রবিবার, ৩১ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক সাইফুল ইসলাম রুবেলকে সভাপতি, উপজেলা ছাত্রলীগ সাবেক দফতর সম্পাদক আবদুল জলিলকে সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক বেলায়েত হোসাইন শিমুলকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। গত সোমবার কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগ সভাপতি আবু তৈয়ব অপি ও সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল স্বাক্ষরিত পত্রে এ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আবদুল জলিল বিষয়টি নিশ্চিত করেন।      -লাকসাম প্রতিনিধি

‘স্মার্ট ভিলেজ অ্যান্ড স্মার্ট সিটি’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ‘স্মার্ট ভিলেজ অ্যান্ড স্মার্ট সিটি : পারসপেকটিভ ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান। তিনি বলেন, স্মার্ট ভিলেজ বা সিটি নির্মাণের ক্ষেত্রে পরিবেশবান্ধব টেকসই উন্নয়ন ও পরিবেশদূষণ হ্রাস গুরুত্বপূর্ণ উপাদান। সে ক্ষেত্রে মানুষের চাহিদার বিষয়টি প্রাধান্য দিয়ে ইতিবাচক পরিকল্পনা এগিয়ে নিতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ডিজিটাল বাংলাদেশের ধারণার ওপর ভিত্তি করে স্মার্ট ভিলেজ বা সিটি গড়ার প্রেরণা জুগিয়েছেন।’ অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ।     -গাজীপুর প্রতিনিধি

বিটঘর গণহত্যা দিবস আজ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর গণহত্যা দিবস আজ। ১৯৭১ সালের ৩১ অক্টোবর পাক সেনারা তাদের দোসরদের সহায়তায় ৮০ জন নিরীহ মানুষকে হত্যা করে। এরপর থেকে দিবসটি বিটঘর গণহত্যা নামে পরিচিত। স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় বিটঘর গ্রামের মানুষ মুক্তিযোদ্ধাদের নানাভাবে সহযোগিতা করতেন। এখান থেকেই মুক্তিযোদ্ধারা পাকিস্তানি সেনা ও তাদের দোসরদের ওপর গেরিলা আক্রমণ করতেন। ৩০ অক্টোবর দুপুরে বিটঘর গ্রামের পাশর্^বর্তী বেড়তলা গ্রামে মুক্তিযোদ্ধাদের সঙ্গে পাক সেনাদের সম্মুখ যুদ্ধ হয়। ওই দিন পাকিস্তানি এক সেনা সদস্যকে গ্রামবাসী বল্লমের আঘাতে হত্যা করেন। একই সঙ্গে গুরুতর আহত করে উপজেলা সদরের বাসিন্দা মনু মিয়া নামে এক রাজাকারকে। এর প্রতিশোধ নিতে দুই শতাধিক পাকিস্তানি সেনা ও রাজাকার ৩১ অক্টোবর বিটঘর গ্রামে হানা দিয়ে ৮০ জনকে হত্যা করে।                 -ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নারী শ্রমিককে পিটিয়ে আহত

কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ মন্ডলপাড়ায় পোশাক কারখানার নারী শ্রমিককে পিটিয়ে আহত করা হয়েছে। পাওনা টাকা চাইতে গিয়ে ওই পোশাকশ্রমিক হামলার শিকার হন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনি কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেছেন। আহত শ্রমিকের নাম বানেছা বেগম (২৮)। তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখাল বুরুজ মিয়াপাড়ার মছির উদ্দিনের মেয়ে। অভিযোগসূত্রে জানা যায়, বানেছা কালিয়াকৈরে ভাড়া থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করছেন। আবদুর রাজ্জাক নামে পরিচিত এক ব্যক্তি তার কাছ থেকে ৩০ হাজার টাকা ধার নেন। কিছুদিন পর টাকা ফেরত চাইলে রাজ্জাক টালবাহানা করতে থাকেন। ২৭ অক্টোবর সকালে কারখানায় যাওয়ার পথে রাজ্জাক ও তার স্ত্রী বানেছার গতি রোধ করে এলোপাতাড়ি মারধর করেন।  -কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

মাতামুহুরী সেতুর তিন লেন যান চলাচলের জন্য উন্মুক্ত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার চিরিঙ্গায় ছয় লেনের মাতামুহুরী সেতুর তিন লেন যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। গত শুক্রবার বিকাল থেকে এই সেতু দিয়ে যান চলাচল শুরু হয়। বাকি তিন লেন নির্মাণ করতে পুরাতন সেতুটি ভেঙে ফেলা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মাতামুহুরী সেতুসহ ছয় লেনের চারটি সেতুর নির্মাণ কাজ অগ্রাধিকার ভিত্তিতে চলমান রয়েছে। চার সেতুর নির্মাণ কাজে অর্থায়ন করছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। এর মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে মাতামুহুরী সেতুর নির্মাণ কাজ শুরু হয় ২০১৮ সালে।

                -চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর