রবিবার, ৩১ অক্টোবর, ২০২১ ০০:০০ টা

বিপর্যয়ে নিটিং শিল্প, বেকার হতে পারে ৫ লাখ শ্রমিক

বন্ধ হয়ে গেছে ২০০ কারখানা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

ভয়বাহ বিপর্যয়ের মুখে পড়েছে নিটিং কারখানা। সুতা কিনে কাপড় তৈরিতে খরচ বেড়ে যাওয়ায় লোকসানের মুখে পড়েছে এ শিল্প। সারা দেশের প্রায় ২ হাজার নিটিং কারখানার মধ্যে ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে ২০০টি। বাকিগুলো টেনেটুনে চলছে। এ অবস্থা দীর্ঘায়িত হলে ক্ষতি হবে প্রায় হাজার কোটি টাকার। বেকার হবেন এসব কারখানায় কর্মরত প্রায় ৫ লাখ শ্রমিক। ক্ষতিগ্রস্ত কারখানা মালিকরা জানান, মহামারী করোনার প্রভাবে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্পের বিপর্যয় রোধে সরকার ব্যাপকহারে প্রণোদনা দিলেও সহযোগী প্রতিষ্ঠান নিটিং খাতের প্রতি নজর পড়েনি। আন্তর্জাতিক বাজারে গার্মেন্টস শিল্পের কাজ কমে যাওয়ায় ছোট বড় প্রায় ২ হাজার নিটিং প্রতিষ্ঠানের অবস্থা খুবই খাপায়। এই পরিস্থিতি থেকে নিটিং খাত রক্ষা করতে হলে সরকারি প্রণোদনা সবচেয়ে বেশি প্রয়োজন। তারা আরও জানান, বর্তমানে শ্রমিকের মজুরি ও বিদ্যুৎ বিল বৃদ্ধিসহ সব ধরনের কাঁচামালের দাম বাড়ায় শিল্পটি টিকিয়ে রাখতে মালিকদের হিমশিম খেতে হচ্ছে। এ বিষয়ে নারায়ণগঞ্জ ফতুল্লায় অবস্থিত বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশন সভাপতি মাহাবুবুর রহমান স্বপন বলেন, নিটিং উৎপাদন ২৮ ক্যাটাগরির মধ্যে তিনটির রেট ২ টাকা বৃদ্ধি ঘোষণা দিয়ে তা বাস্তবায়নে সরকারের সহযোগিতা কামনা করছি। এ বিষয়ে একমত প্রকাশ করেন সংগঠনের সিনিয়র সহসভাপতি আবুল বাশার, প্রতিষ্ঠাতা সভাপতি আবু তাহের শামীম ও সাবেক সভাপতি সেলিম সারোয়ার। উল্লেখ্য, ফতুল্লায় অবস্থিত নিটিং কমিটির মধ্যে নারায়ণগঞ্জ, ঢাকা, গাজীপুর, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার আঞ্চলিক শাখার সদস্য রয়েছেন।

 

সর্বশেষ খবর