সোমবার, ১ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

প্রশাসন খুলে দিল স্লুইস গেট

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

প্রশাসন খুলে দিল স্লুইস গেট

বোয়ালমারী উপজেলার শেখর ও চতুল ইউনিয়নে উপজেলা প্রশাসন খুলে দিয়েছে স্লুইস গেট। স্থানীয় কুটির খালে তেলজুড়ী বাজারের কাছাকাছি এ স্লুইস গেট দিয়ে দাদুড়িয়া বিলের পানি নিয়ন্ত্রিতভাবে প্রবাহিত করা হয়। বর্ষা মৌসুমে কুমার নদের অতিরিক্ত পানি বিলে ঢুকে প্লাবিত করতে না পারে। শীতের শুরুতে বিলের পানি নেমে গিয়ে যাতে বিলের জমি চাষাবাদের উপযুক্ত থাকে। সে জন্য বর্ষাতে এটি সাধারণত অনেক সময় বন্ধ থাকে। এবার শীতের শুরু থেকে খোলা রাখা হয়। এ জন্য পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে একটি স্থানীয় কমিটির কাছে এটি অপারেটিংয়ের দায়িত্বে দেওয়া হয়েছিল। কিন্তু কিছু অসাধু মহল সরু খালটির বিভিন্ন স্থানে জাল ও বাঁধ তৈরি করে। খালে আড়াআড়িভাবে আটকে দিয়ে মাছ ধরত। এতে খালের পানি ও মাছের স্বাভাবিক প্রবাহ নষ্ট হতো। সাম্প্রতিক সময়ে স্লুইস গেটিও বন্ধ করে শীতকালে চাষাবাদের উপযুক্ততার জন্য বিলের পানি নদীতে নেমে যাওয়া বন্ধ করে দেয় এবং বিলে জলাবদ্ধতার সৃষ্টি করে। এতে বিলের জমি অনাবাদি থেকে যাওয়ার আশঙ্কা তৈরি হয় শত-শত কৃষকের মাঝে। বিষয়টি প্রশাসনের নজরে আসায় জনগণ ও বিলের চাষিদের দাবির পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিমের নির্দেশে স্লুইস গেট খুলে দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার নিজে স্লুইস গেট পরিদর্শন করেন। অন্য কেউ চাইলেই অনুমতি ছাড়া বন্ধ করতে পারবে না।

সর্বশেষ খবর