শিরোনাম
সোমবার, ১ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

রূপগঞ্জে যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে হয়েছে। গতকাল দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। রূপগঞ্জ থানার ওসি সায়েদ বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তাকে র‌্যাব-১ এর সদস্যরা হাসপাতালে নিয়ে গিয়েছিল। তবে, এখন পর্যন্ত র‌্যাবের পক্ষ থেকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি। ফলে কীভাবে ওই যুবক গুলিবিদ্ধ হয়েছে তা এখনো বলা যাচ্ছে না। রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূরজাহান আরা খাতুন জানান, ভোর ৪ টার দিকে গুলিবিদ্ধ যুবকের লাশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন র‌্যাব-১ এর সদস্যরা। হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের আনুমানিক বয়স ৩২ বছর। এ ব্যাপারে র‌্যাব-১ এর মিডিয়া অফিসার জানান, বিষয়টির    তদন্ত চলছে।           -রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সড়কের গাছ কেটে নিল দুর্বৃত্তরা

কুমিল্লার লাকসামে সড়কের পাশে রোপণকৃত ৪২টি গাছ রাতের অন্ধকারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। স্বেচ্ছাসেবী সংগঠন ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশনের উদ্যোগে গাছগুলো রোপণ করা হয়েছিল। এ ঘটনায় সংগঠনের সভাপতি ফয়সাল হোসেন বাপ্পী লাকসাম থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায়, সামাজিক বনায়ন কর্মসূচির অংশ হিসেবে ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশনের স্বেচ্ছাসেবীরা ২০২০ সালের জুলাই মাসে পৌর কর্তৃপক্ষের অনুমতিসাপেক্ষে নশরতপুর নেভি সড়কের পাশে বিপুল সংখ্যক চারা রোপণ করে। সম্প্রতি রাতে দুর্বৃত্তরা ৪২টি গাছকেটে ফেলে।                 -লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

 

তেঁতুলিয়ায় আলোচনায় মা-মেয়ের ভোটের লড়াই

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া সদর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে একটি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে মা ও মেয়ে প্রার্থী হয়েছেন। মা মেয়ের এই ভোটের লড়াই মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এলাকায়। বিষয়টিকে হাস্যরসাত্মকভাবে গ্রহণ করলেও সমালোচনাও করছেন অনেকে। ভোটযুদ্ধে নেমেছেন মা জীবন নাহার ও মেয়ে বুলবুলি আকতার। ওই ওয়ার্ডে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই ইউনিয়নে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। মা মেয়ের ভোটের লড়াই ভোটারদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জানা গেছে, অন্য একটি ওয়ার্ডে জীবন নাহারের আরেক মেয়েও সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচন করছেন। স্থানীয়রা জানান, জীবন নাহারের স্বামী ওই ইউনিয়নের ভাইস চেয়ারম্যান ছিলেন। স্বামী মারা যাওয়ার পর তিনি সংরক্ষিত ওয়ার্ডে পর পর দুইবার নির্বাচিত হন। বর্তমানেও তিনি সংরক্ষিত মহিলা সদস্য।               -পঞ্চগড় প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর