সোমবার, ১ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ট্রান্সফরমার চুরির হিড়িক

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির হিড়িক পড়ে গেছে। গত দুই সপ্তাহের ব্যবধানে উপজেলায় কৃষকদের আগাম জাতের আলু রোপণ মৌসুমের শুরুতে জমির সেচচালিত ১৬টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এতে জমির সেচ কাজ বন্ধ হয়ে কৃষি উৎপাদন বিঘ্ন হচ্ছে বলে স্থানীয় কৃষকরা জানিয়েছেন।  এ বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।

জানা গেছে, উপজেলার পুনট ইউনিয়নের জগডম্বুর গ্রামের মৃত মকবুল ফকিরের ছেলে সাজুর তিনটি, একই ইউনিয়নের নান্দাইল দিঘীর মৃত আসাদ আলী তালুকদারের ছেলে আমজাদ হোসেনের দুটি, মাত্রাই ইউনিয়নের উলিপুর গ্রামের আলহাজ দরির উদ্দিন সরকারের ছেলে আবদুর রাজ্জাকের তিনটি, মোলামগাড়ীহাটের মৃত আছির উদ্দিনের ছেলে মুজিবর রহমানের তিনটি, মৃত হায়দার আলীর ছেলে নজরুল ইসলামের দুটিসহ প্রায় ১৬টি ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে রাতের আঁধারে চুরের দল। চুরি হওয়া ট্রান্সফরমারের আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা। কালাই পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডিজি এম গোবিন্দ চন্দ্র দাস জানান, ট্রান্সফরমার চুরি হওয়ায় আমরা খুবই উদ্বিগ্ন। চুরি ঠেকাতে এ উপজেলায় যাদের ট্রান্সফরমার সংযোগ আছে সেই সব কৃষকদের ট্রান্সফরমার পাহারা দেওয়ার জন্য বলা হয়েছে। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান,  বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আশা করা হচ্ছে চোর চক্র অচিরেই ধরা পড়বে।

সর্বশেষ খবর