সোমবার, ১ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

নোয়াখালীতে যুবদল সভাপতিসহ ছয়জন রিমান্ডে

সাম্প্রদায়িক হামলা

প্রতিদিন ডেস্ক

সাম্প্রদায়িক হামলার ঘটনায় নোয়াখালী জেলা যুবদল সভাপতি মঞ্জুরুল আজিম সুমনসহ ছয় আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিকে সাম্প্রদায়িক সম্প্রীতির আহ্বান জানিয়ে বিভিন্ন স্থানে গতকালও নানা কর্মসূচি পালিত হয়েছে।  নোয়াখালী : চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলার মামলায় জেলা যুবদল সভাপতি মঞ্জুরুল আজিম সুমনসহ ছয় আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম জানান, দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সোনিয়া আক্তার আসামিদের বিরুদ্ধে পুলিশের রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। অপর পাঁচ আসামি হলেন হারুনুর রশিদ, ফয়সাল বারী চৌধুরী, আনোয়ারুল ইসলাম, আবু তালেব ও ফরহাদ। এ নিয়ে চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলা মামলার ৩০ আসামিকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়েছে পুলিশ। ৩০ মামলায় গ্রেফতার করা হয়েছে ২২২ জনকে। তাদের মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন সাত আসামি। দিনাজপুর : ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে ষড়যন্ত্রের প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল নীরব মানববন্ধন করেছে ‘আমরা করব জয় সমাজ কল্যাণ’ নামে একটি সংগঠন। পটুয়াখালী : সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে ঐক্য বিনষ্ট প্রচেষ্টা প্রতিরোধে পটুয়াখালীতে সব ধর্মের প্রতিনিধিকে নিয়ে সম্প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল পটুয়াখালী পৌরসভার আয়োজনে দি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে এ সম্মিলন অনুষ্ঠিত হয়।

সর্বশেষ খবর