বুধবার, ৩ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

স্কুলের নির্মাণাধীন সীমানা প্রাচীর ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের নাগরপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণাধীন সীমানা প্রাচীর রাতের আঁধারে ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাতে উপজেলার সহবতপুর ইউনিয়নের বাউসাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনাটি ঘটেছে। এতে  প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্ট ঠিকাদার জানিয়েছে। সূত্রে জানা যায়, নাগরপুর উপজেলা প্রকৌশলীতত্ত্বাবধানে বাউসাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ও গেট নির্মাণ কাজের কার্যাদেশ পান ঠিকাদার ফরিদুজ্জামান কোহিনূর। ঠিকাদার কার্যাদেশের পর কাজ শুরু করেন। শনিবার রাতে একদল দুষ্কৃতকারী ওই স্কুলের ১৮০ মিটার সীমানা প্রাচীর ভেঙে ফেলেছে। ঠিকাদার জানান, উপজেলার ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর ও হাসান  আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। আমি চাঁদা দিতে অস্বীকার করায় বাউসাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মাণাধীন সীমানা প্রাচীর ভেঙে ফেলেছে।

সর্বশেষ খবর