বুধবার, ৩ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

সংক্ষিপ্ত

দুই পাঙ্গাশের দাম ৪৯ হাজার টাকা

রাজবাড়ীর পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়েছে ৩৫ কেজি ওজনের দুটি পাঙ্গাশ মাছ।  গতকাল সকালে পদ্মা-যমুনার মোহনায় গোয়ালন্দ উপজেলার জেলে ফারুক হালদারের জালে মাছ দুটি ধরা পড়ে। ফারুক হোসেন বলেন, ভোরে পদ্মা-যমুনার মোহনায় পাঙ্গাশ মাছ ধরার জাল ফেলে নৌকায় অপেক্ষা করতে থাকি। কিছুক্ষণ পর অনুভব করি জালে বড় কোনো মাছ ধরা পড়েছে। জাল তুলে বড় আকারের দুটি পাঙ্গাশ দেখতে পাই। মাছ দুটি বিক্রির জন্য দৌলতদিয়া ফেরিঘাটের শাকিল-সোহান মৎস্য আড়তে নিয়ে আসি। পরে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ৪৯ হাজার টাকায় বিক্রি করি। জেলা মৎস্য কর্মকর্তা মসিউর রহমান বলেন, বর্তমানে পদ্মায় বড় বড় মাছ পাওয়া যাচ্ছে।           -রাজবাড়ী প্রতিনিধি

 

অনির্দিষ্টকালের জন্য আমদানি বন্ধ আখাউড়া স্থলবন্দরে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের পণ্য পরিমাপের ওজন স্কেলের সমস্যার কারণে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। স্কেলে ওজন সঠিক না হওয়ায় গত সোমবার দুপুর থেকে অনির্দিষ্টকালের জন্য ভারত থেকে পণ্য আমদানি বন্ধ করে দিয়েছেন ব্যবসায়ীরা। বিষয়টি সমাধানের জন্য বন্দরের সহকারী পরিচালককে মৌখিক এবং লিখিতভাবে অনুরোধ করার পরও ওজন স্কেল মেরামতে ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ। আখাউড়া বন্দর সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফোরকান খলিফা জানান, তিন মাস ধরে এই বন্দরে আমদানি বেড়েছে। ওজন স্কেলে সমস্যার কারণে আমদানি পণ্যের প্রতি ট্রাকে ওজন ১০০-২০০ কেজি বেড়ে যাচ্ছে। এতে প্রতি শিপমেন্টে এলসির মোট ওজনের প্রায় ৩-৪ টন বেশি হচ্ছে। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমদানিকারকরা।         -ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

 

কুমিল্লায় গ্যাস সরবরাহ বন্ধ থাকার গুজব

‘গতকাল সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কুমিল্লায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে’- এমন লেখা প্রচার করা হয় সামজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। তবে এ বিষয়ে কিছুই জানেন না কুমিল্লায় গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ। তাদের দাবি, বিষয়টি সম্পূর্ণ গুজব। এদিকে গতকাল সন্ধ্যা পর্যন্ত কোথাও গ্যাসের সংকট দেখা দেয়নি। অপরদিকে গ্যাস না থাকার গুজব ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়েন গ্রাহকরা। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিস ডিভিশন) প্রকৌশলী মো. আজহারুল আলম বলেন, বিষয়টি সম্পূর্ণ গুজব। গ্রাহকদের বলব- আপনারা আতঙ্কিত হবেন না। যে কোনো তথ্যের জন্য আমাদের হটলাইন নম্বরে ১৬৫২৩ কল করুন। আমাদের গ্যাস সরবরাহ স্বাভাবিক রয়েছে।   -কুমিল্লা প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর