বুধবার, ৩ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

প্রতারণার ফাঁদে ৩৬২ পরিবার

বাবুল আখতার রানা, নওগাঁ

নওগাঁর সাপাহারে গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে একটি প্রতারক চক্রের দুই সদস্য। জামালগঞ্জ জয়পুরহাট জেলার ঠিকানায় জনতা মুরগি ফার্ম অ্যান্ড হ্যাচারি নামের ব্যানার ব্যবহার করে প্রতারণার ফাঁদে ফেলেন তারা। জানা গেছে, অক্টোবর মাসের মাঝামাঝি সময়ে মনির হোসেন ও তার এক সহযোগী সাপাহার উপজেলার প্রত্যন্ত অঞ্চল পিছলডাঙ্গা গ্রামে আসেন এবং তারা জনতা মুরগি ফার্ম অ্যান্ড হ্যাচারি থেকে এসেছেন বলে তাদের পরিচয় প্রকাশ করেন। ওই এলাকার ভুক্তভোগী অসংখ্য নারী পুরুষের কাছে থেকে জানা গেছে তারা প্রতিটি গ্রাম হতে একজন করে নারী পুরুষকে নেতা-নেত্রী নিযুক্ত করেন এবং প্রথমে তাদেরকে প্রতারণার ফাঁদে ফেলেন। পরে তাদেরকে সঙ্গে নিয়ে একটি পরিবারে সহজ কিস্তিতে ৫০০টি ডিম পাড়া ২০টি করে মুরগি এবং মুরগির বাসযোগ্য একটি করে ঘর প্রদান করা হবে বলে প্রতারণা ফাঁদের বিস্তার ঘটায়। এরপর দুই একজন নেতা-নেত্রীকে ১০টি করে মুরগিও প্রদান করেন। সুযোগ বুঝে পরে তারা তাদের হ্যাচারি ফার্মের একটি কাগজে মুরগির ঘর বাবদ ৫০০ করে টাকা আদায় করে পরে মুরগি প্রদান করা হবে।

 বলে পিছলডাঙ্গা গ্রামের ৪৪ জনের কাছ থেকে ২২ হাজার টাকা, সিংগাহার গ্রামের ২০ জনের কাছ থেকে ১০ হাজার টাকা, মধ্যপাড়া গ্রামের ২৫ জনের কাছ হতে ১২ হাজার ৫০০ টাকা, পোকড়াহার গ্রামের ৪০ জনের কাছ থেকে ২০ হাজার টাকা, ধর্মপুর গ্রামের ১০০ জনের কাছ থেকে ৫০ হাজার টাকা, মলপাড়া গ্রামের ৪০ জনের কাছ থেকে ২০ হাজার টাকা, বিদ্যানন্দী গ্রামের ৪০ জন সদস্যের কাছ থেকে ২০ হাজার টাকা এবং শাহাবাজপুর গ্রামের ১০০ জনের কাছ থেকে ৫০ হাজার টাকাসহ সর্বমোট ১ লাখ ৯২ হাজার টাকা গ্রহণ করে মুরগি দেওয়ার কথা বলে প্রত্যেক সদস্যের কাছ ০১৭৩৮৩৬৪২৩৭ ও ০১৭১৭৩৮০৪৩৯ মোবাইলে যোগাযোগ করার কথা বলে চম্পট দেয়। গত ২০ অক্টোবর টাকা আদায় করে ২১ অক্টোবর তাদের দেওয়া ফোনগুলো খোলা থাকলেও রহস্যজনকভাবে ২২ অক্টোবর হতে প্রত্যেকের ফোনগুলো বন্ধ হয়ে যায়। বিষয়টি জানার পর পিছলডাঙ্গা গ্রামের ওয়ার্ড সদস্য দেলোয়ার হোসেন সদর ইউপি চেয়ারম্যান আকবর আলীর সঙ্গে কথা বলেন। বিষয়টি খতিয়ে দেখার পূর্বেই চতুর প্রতারকদ্বয় এলাকা হতে পলায়ন করে অন্যত্র গা ঢাকা দেয়। সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন এর সঙ্গে কথা হলে তিনি বিষয়টি জানেন না কিংবা কেউ তাঁকে জানায়নি। তবে কেউ তাকে জানালে সঙ্গে সঙ্গে তিনি ওই প্রতারকদ্বয়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতেন।

সর্বশেষ খবর