বুধবার, ৩ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

জেলা সশস্ত্র বাহিনী বোর্ডের অফিস ভবন উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরের সিওবাজার বিসিক এলাকায় গতকাল সকালে জেলা সশস্ত্র বাহিনী বোর্ড রংপুরের নবনির্মিত অফিস ভবনের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিওসি ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর মেজর জেনারেল এস এম কামরুল হাসান এনডিসি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল মো. সানোয়ার উদ্দিন এনডিসি, পিএসসি, পিইঞ্জি, স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. নুর হোসেন বিএসপি, পিএসসি ও জেলা প্রশাসক মো. আসিব আহসান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা সশস্ত্র বাহিনী বোর্ড রংপুরের সচিব মেজর মো. জাহাঙ্গীর নাসিরের সভাপতিত্বে  বৃটিশ বাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক ও তাদের বিধবা পত্নীগণের মধ্যে রয়েল কমনওয়েলথ এক্স সার্ভিসেস লিগ হতে প্রাপ্ত অনুদান দেওয়া হয়।

 অনুষ্ঠানে ১ জন সাবেক বৃটিশ বাহিনীর সেনাসদস্য ও ১৪ জন বিধবাকে অনুদানের অর্থ গ্রহণ করেন। পরে জেলা প্রশাসক রংপুরের সভাপতিত্বে জেলা সশস্ত্র বাহিনী বোর্ড রংপুরের সম্মেলন কক্ষে ২০২১ সালের বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অফিস প্রাঙ্গণে একটি চারাগাছ রোপণ করেন।

সর্বশেষ খবর