বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১ ০০:০০ টা
রাঙামাটি

কলেজছাত্রী পূর্ণিমার খুনিদের গ্রেফতার দাবি

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী পূর্ণিমা চাকমা হত্যার সুষ্ঠু তদন্ত ও হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ। গতকাল দুপুরে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সংগঠনটির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে নেতৃত্ব দেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় সভাপতি কাজী মুজিবুর রহমান।  পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সদস্য সচিব মো. মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে এতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মো. আলমগীর কবির, রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তরা বলেন, কলেজছাত্রী পূর্ণিমা চাকমার লাশের সঠিক ময়নাতদন্ত করে সত্য ঘটনা উন্মোচন করা হোক। তার মৃত্যু অবশ্যই রহস্যজনক। একজন কলেজছাত্রীর মৃত্যুকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার পেছনে গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে।

সর্বশেষ খবর