বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

স্বাক্ষর জালিয়াতি মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে

চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মকর্তার স্বাক্ষর জালিয়াতির মামলায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আফতাব খানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল দুপুরে মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৮ জুলাই বন্ড সুবিধায় আমদানিকৃত বিভিন্ন রকমের ফ্রেবিক্সের বিপরীতে শুল্ক আদায়ের লক্ষ্যে চারটি বিল অব এন্ট্রি দাখিল করেন। পরবর্তীতে সেগুলো যাচাই-বাছাইকালে স্বাক্ষরকারী চট্টগ্রাম কাস্টমস হাউসের উপকমিশনার কাঞ্চন রানী দত্তের স্বাক্ষর জাল করে ২ কোটি ৩০ লাখ ২ হাজার ৪০৫ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করেন। এ ঘটনায় সহকারী রাজস্ব কর্মকর্তা গাজী মো. হোসাইন বাদী হয়ে গত ১৯ জুলাই বন্দর থানায় মামলা করেন। গত ১ সেপ্টেম্বর ৮ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দেন হাই কোর্ট।  -নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

 

মামুনুল হকের বিরুদ্ধে ধর্ষণ মামলার অভিযোগ গঠন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম-মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে করা ধর্ষণ মামলায় অভিযোগ গঠন করেছে আদালত। গতকাল নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক আনিসুর রহমান অভিযোগ গঠনের আদেশ দেন। মামলার রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি রকিবুদ্দিন আহমেদ বলেন, ৩০ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় ধর্ষণ মামলা করেন মামুনুলের কথিত স্ত্রী জান্নাত আরা ঝর্ণা। ওই মামলায় গ্রেফতার মামুনুল হককে আদালতে হাজির করা হলে তার বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন করি। এরপর শুনানি শেষে আদালত চাজ গঠনের অনুমতি দেয়। এর মধ্য দিয়ে মামুনুল হকের বিরুদ্ধে বিচার কাজ শুরু হয়েছে। -নারায়ণগঞ্জ প্রতিনিধি

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর