শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

নদী পারাপারে এখনো ভরসা নৌকা

জয়পুরহাট প্রতিনিধি

যুগের পর যুগ দাবি করে আসলেও জয়পুরহাট সদর উপজেলার ছোট যমুনা নদীর মাধবঘাটে  হয়নি সেতু। একটি ডিঙি নৌকায় নদীর এ স্থান পারাপার হতে হচ্ছে দুই পাড়ের ৪০ গ্রামের  মানুষকে। এলাকাবাসীর অভিযোগ, জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও নেই বাস্তবায়ন। জানা যায়, সদর উপজেলার মোহাম্মাদাবাদের বেলআমলা ও পাঁচবিবির আয়মা রসূলপুরের বুধইল গ্রামের মাঝামাঝি স্থান নিয়ে বয়ে গেছে ছোট যমুনা। নদী পার হওয়ার একমাত্র পথ মাধবঘাট। এ ঘাট থেকে জয়পুরহাট পৌরসভার দূরত্ব ৩-৪ কিলোমিটার। সেতু না থাকায় জেলা শহরে যানবাহনে যাতায়াত করতে প্রায় ১২-১৪ কিলোমিটার ঘুরতে হয়। আয়মারসুলপুর ইউপি চেয়ারম্যান জাহিদুল আলম বলেন, দ্রুত সময়ের মধ্যে মাধবঘাটে সেতু নির্মাণের জন্য টেন্ডার হবে। জয়পুরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী আলাউদ্দিন হোসেন বলেন, স্থানীয় এমপির সঙ্গে আলোচনা করে সেতু নির্মাণের  ব্যবস্থা নেওয়া হবে।

 

 

সর্বশেষ খবর