রবিবার, ৭ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

রাজশাহী নগর যুবদলের কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মহানগরী যুবদলের নবগঠিত আহ্‌বায়ক কমিটি নিয়ে চরম ক্ষোভ চলছে সংগঠনটির তৃণমূলে। তাদের অভিযোগ, দলকে ক্ষতির মুখে ঠেলতেই বিএনপির কিছু নেতার ‘অদৃশ্য’ ষড়যন্ত্রে অযোগ্যদের নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে মহানগরী যুবদলের কমিটি বাতিলের দাবিতে বিভিন্ন থানাসহ দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেছেন সংগঠনের নেতা-কর্মীরা। এর আগে ২৯ অক্টোবর রাজশাহী মহানগরী যুবদলের ৩১ সদস্যের পুরনো কমিটি বিলুপ্ত করে নতুন আহ্‌বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে আবদুল কাদের বকুলকে আহ্‌বায়ক, শরিফুল ইসলাম জনিকে সিনিয়র যুগ্ম আহ্‌বায়ক ও রফিকুল ইসলাম রবিকে যুগ্ম আহ্‌বায়ক করা হয়েছে। নতুন এ কমিটি ঘোষণার পরই তীব্র অসন্তোষ তৈরি হয় যুবদলের তৃণমূলের পদবঞ্চিত নেতাদের মধ্যে। তারা কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা করেন। সর্বশেষ বৃহস্পতিবার বিকালে মহানগরী বিএনপি কার্যালয়ের সামনেও প্রতিবাদ সমাবেশ করেন। এতে তৃণমূলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী অংশগ্রহণ করেন। মহানগরী যুবদলের সদ্যবিলুপ্ত কমিটির সিনিয়র যুগ্মসম্পাদক রুহুল আমিন বাবলু বলেন, ‘রাজশাহী বিভাগীয় শহরে বিএনপির অঙ্গসংগঠনের মধ্যে প্রভাবশালী সংগঠন হিসেবে যুবদল প্রতিষ্ঠিত। একটি ষড়যন্ত্রকারী মহল গোছানো সংগঠনকে একপেশি ও আজ্ঞাবহ করার জন্য উঠেপড়ে লেগেছে।

সর্বশেষ খবর