রবিবার, ৭ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

সাম্প্রদায়িকতাবিরোধী দিবসের ডাক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সাম্প্রদায়িকতা বিরোধী দিবসের ডাকে সারা দেশে পূজামন্ডপ, মন্দিরে বর্বর হামলার প্রতিবাদে ও জননিরাপত্তার দাবিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ওয়ার্কার্স পার্টি। জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড অ্যাডভোকেট কাজী মাসুদ আহমেদের সভাপতিত্বে এবং জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য কমরেড নজরুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড আবু সাঈদ খান, জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য কমরেড মো. নাসির মিয়া, জেলা জাতীয় শ্রমিক ফেডারেশনের সহসভাপতি সামসুল আলম, জেলা নারী মুক্তি সংসদের সভাপতি কমরেড ফজিলাতুন্নাহার, জেলা যুব মৈত্রীর আহ্‌বায়ক কমরেড অ্যাডভোকেট মো. নাসির, সদস্য সচিব কমরেড ফরহাদুল ইসলাম পারভেজ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বাংলাদেশসহ ভারতের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, মহান মুক্তিযুদ্ধের অর্জন অসাম্প্রদায়িক চেতনা। অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশের ধারা অব্যাহত রাখতে ’৭২-এর সংবিধান পুনঃপ্রবর্তন করতে হবে।

সর্বশেষ খবর