রবিবার, ৭ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

সড়ক ধসে যোগাযোগ বিচ্ছিন্ন

লালমনিরহাট প্রতিনিধি

সড়ক ধসে যোগাযোগ বিচ্ছিন্ন

তিস্তা নদীর ঢলে লালমনিরহাটের কালীগঞ্জে ধসে যাওয়া সড়কের ২০০ মিটার দুই সপ্তাহেও মেরামত করা হয়নি। এতে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুই জেলার ১০ লক্ষাধিক মানুষ দুর্ভোগে পড়েছেন। গত ২০ অক্টোবর তিস্তার পানির তোড়ে সড়কের এই অংশ ধসে যায়।

সরেজমিনে দেখা যায়, সড়কে হেঁটে ও মোটরসাইকেল নিয়ে কোনোমতে চলাচল করা গেলেও বন্ধ রয়েছে চার চাকার যানবাহন। পাটগ্রাম উপজেলার মনিরুজ্জামান বলেন, ভাইয়ের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে গিয়েছিলেন। বেহাল রাস্তার কারণে অ্যাম্বুলেন্সে অতিরিক্ত ৫০ কিলোমিটার ঘুরে আসতে হয়েছে। এ জন্য গুনতে হয়েছে বাড়তি ভাড়া। সাহানুর রহমান নামে একজন অটোচালক জানান, রংপুর-কাকিনা সড়কে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন তিনি। সড়কটি ভেঙে যাওয়ায় আয় একেবারে কমে গেছে। সংসার চালাতে কষ্ট হচ্ছে তার। কালীগঞ্জের মাইক্রোবাস চালক আমিনুর জানান, রংপুর-পাটগ্রাম রুটে তিনি গাড়ি চালান। প্রতি সপ্তাহে এ রুটে চার পাঁচটি ভাড়া পেতেন। লালমনিরহাট-রংপুর আঞ্চলিক সড়কের রুদ্রেশ্বর গ্রামে সড়কটি ভেঙে যাওয়ায় এখন ভাড়া পাচ্ছেন না বললেই চলে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) লালমনিরহাট জেলার নির্বাহী প্রকৌশলী আশরাফ আলী খান জানান, সড়কের ভাঙা অংশ সংস্কারে প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে বরাদ্দ পাওয়া যাবে বলে আশাবাদী তিনি। বরাদ্দ পেলেই সংস্কার কাজ শুরু করা হবে।

 

সর্বশেষ খবর