রবিবার, ৭ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

সৈয়দপুরে রেল কোয়ার্টার ভেঙে গোডাউন

সৈয়দপুর প্রতিনিধি

সৈয়দপুরে রেল কোয়ার্টার ভেঙে গোডাউন

সৈয়দপুরে অবৈধ দখলদাররা রেল কোয়ার্টারের চিহ্ন নিশ্চিহ্নকরণে মেতে উঠেছে। রেল কোয়ার্টার দখলমুক্ত করতে রেল কর্তৃপক্ষ বারবার উদ্যোগ নিয়েও অজ্ঞাত কারণে সফল হচ্ছেন না। দখলদাররা রেলের কোয়ার্টারের আকৃতি-প্রকৃতি পরিবর্তন করতে উঠেপড়ে লেগেছে। অনেকেই রেল কোয়ার্টার ভেঙে গোডাউন ঘর নির্মাণ করছে। আবার অনেকেই কোয়ার্টার ভেঙে সেখানে আরসিসি পিলার দিয়ে তৈরি করছে আধুনিক মানের বসতবাড়ি। গতকাল মুন্সিপাড়া রেল কলোনি কর্নেল তাহের রোডে সরেজমিন গিয়ে এমন চিত্র চোখে পড়ে। এ সড়কের অবৈধ দখলদার সার ব্যবসায়ী এক ব্যক্তি রেলওয়ে কোয়ার্টার ভেঙে গড়ে তুলছেন গোডাউন ঘর। রেল কোয়ার্টারের দরজা ভেঙে বাহারি ডিজাইনে নির্মাণ করছেন প্রধান ফটক। আর দখলবাজির প্রত্যক্ষ মদদ দিচ্ছেন রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (কারখানা)। অর্থের বিনিময়ে তিনি অবৈধ দখলদারদের সহযোগিতা করছেন বলে অভিযোগ রয়েছে। অচেনা কোনো মানুষ প্রথম দেখায় বুঝতেই পারবে না এটি একসময় রেলওয়ে কর্মচারীদের আবাসস্থল ছিল। এমন ঘটনা সৈয়দপুর শহরের প্রতিটি রেল কলোনিতেই ঘটছে। সংশ্লিষ্ট দফতরের এক সূত্রমতে, সৈয়দপুরে শহরে সিঙ্গেল ও ডাবল কোয়ার্টারের সংখ্যা ২ হাজার ৪০০। কিন্তু ইতিমধ্যে ২ হাজার ২০০ রেল কোয়ার্টার অবৈধ দখলে চলে গেছে। বর্তমানে অবৈধ দখলদাররা সিন্ডিকেট করে রেল কোয়ার্টার বেচাকেনা করছে। প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ দিয়ে যাচ্ছেন রেলওয়ের ওই কর্মকর্তা। এলাকাভেদে একেকটি রেল কোয়ার্টার ২ লাখ থেকে ৬ লাখ টাকায় কেনাবেচা চলছে। কোনো অবৈধ দখলদার রেল কোয়ার্টার ছেড়ে যেতে চাইলে আরেকজনের কাছে টাকার বিনিময়ে হাতবদল করে। বড় ধরনের দখলবাজরা রেল কোয়ার্টার বিক্রির টাকা দিয়ে পৌর এলাকায় ব্যক্তিমালিকানাধীন জমি কিনছে।

রেলসম্পদ-খেকোরা রেলওয়ের কোয়ার্টার ও পতিত ভূমি বিক্রি করে আঙুল ফুলে বটগাছে পরিণত হয়েছে। মুন্সিপাড়া ও গোলাহাটে দুই দখলবাজ রেলওয়ের ভূসম্পদ বিক্রি করে গাড়িবাড়ির মালিক হয়েছে। ওই দুই দখলবাজ মূর্তিমান আতঙ্ক শহরের মানুষের কাছে। সরকারি দলের নীতিনির্ধারকদের সঙ্গে তাদের দহরম-মহরম থাকায় কেউ টুঁশব্দটি করার সাহস পায় না। তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনও মামলা নেয় না। পুলিশ মামলা নিলেই তৎক্ষণাৎ পুলিশ কর্মকর্তাদের মোবাইলে রিংটোন বাজতে থাকে। ‘হ্যালো’ বলার সঙ্গেই বলা হয় মামলা নেবেন না।

সর্বশেষ খবর