রবিবার, ৭ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

রাস্তা দখল করে ব্যবসা চলাচলে ভোগান্তি

মানিকগঞ্জ প্রতিনিধি

রাস্তা দখল করে ব্যবসা চলাচলে ভোগান্তি

মানিকগঞ্জে রাস্তা দখল করে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বিক্রি করছেন ব্যবসায়ীরা। দেখে বোঝার উপায় নেই এটা রাস্তা নাকি বাজার। ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে মানিকগঞ্জ শহরের প্রবেশপথ শহীদ স্মরণী সড়কের এমন অবস্থা। প্রতিদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেন রাস্তা দখলের প্রতিযোগিতা শুরু হয়। দুপুরের পর পণ্য আর ক্রেতা-বিক্রেতার ভিড়ে এ সড়ক দিয়ে যানবাহন চলাচলসহ হাঁটাও কষ্টকর হয়ে যায়। ভোগান্তিতে পড়েন পথচারীরা। বাজার বসার কারণে যানজট যেন নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। সরেজমিন দেখা যায়, ঢাকা-আরিচা মহাসড়ক থেকে মানিকগঞ্জ শহরে প্রবেশের একমাত্র রাস্তাটি ভ্রাম্যমাণ ব্যবসায়ীরা দখল করে বসে আছেন। সঙ্গে রয়েছে ক্রেতার চাপ। দিনে দিনে প্রসার হচ্ছে বাজার। রাস্তার পাশে একাধিক ক্লিনিক থাকলেও তাদের নেই নিজস্ব পার্কিংয়ের ব্যবস্থা। ফলে রাস্তার একটি অংশ দখল করে রাখা হয় মোটরসাইকেল। নাম প্রকাশ না করার শর্তে ব্যবসায়ীরা বলেন, সবাইকে ম্যানেজ করেই ব্যবসা করছি। প্রসাশন থেকে মাঝে-মধ্যে সরে যেতে বললে অন্য জায়গায় যাই। কিছুদিন পর আবার ফিরে আসি। স্থানীয় পৌর সুপার মার্কেট বণিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, সামনে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের কারণে মার্কেটের ব্যবসা ব্যাহত হচ্ছে। সেই সঙ্গে রাস্তায় যানজট লেগেই থাকে। আমরা চেষ্টা করেও এদের সরাতে পারছি না। বারবার পৌরসভাকে জানিয়েও ফল হয়নি। মানিকগঞ্জ পৌর মেয়র রমজান আলী বলেন, রাস্তাটি যানজটমুক্ত রাখতে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর